ইশরাক হোসেন © সংগৃহীত
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ‘আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে নগরভবনের দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ এখানে অফিস করতে পারবে না।’
রবিবার (১৫ জুন) নগরভবনে আন্দলোনরত সমর্থকদের সঙ্গে যোগ দিয়ে এ সব কথা বলেন তিনি।
ইশরাক বলেন, সরকারকে বলছি আপনারা যদি ভাবেন এমনি এমনি আন্দোলন থেমে যাবে তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আজ থেকে নগরভবনে বিরতিহীন ভাবে অবস্থান নিব। আমাদের পিছু হটার আর কোনো জায়গা নেই।
তিনি বলেন, আমার জন্য এটি কষ্টকর যে আমার জন্য জনগণকে দুর্ভোগে পড়তে হচ্ছে। কিন্তু এটি করার একটা কারণ হচ্ছে আমরা যদি এখন পিছু হটি তাহলে সেটি গণতন্ত্রের জন্য একটি আঘাতের সৃষ্টি করবে যেটি আমরা কোনোভাবেই হতে দিতে পারি না।
তিনি আরও বলেন, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি। সেটি হলো এখন থেকে নগরভবনের দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ এখানে অফিস করতে পারবে না।
প্রসঙ্গত, টানা ১০ দিন ঈদের ছুটির পর য়াজ থেকে সরকারি অফিসের কার্যক্রম শুরু হয়েছে। এদিন সকাল থেকে ইশরাকের অনুসারীরা নগরভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পরে বেলা ১১টার দিকে সেখানে প্রবেশ করেন ইশরাক হোসেন।