কারাগারে আইনের বই পড়ে সময় কাটছে পলকের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৫:৩৮ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৫ AM

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বর্তমানে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী অবস্থায় আইনের বই পড়ে সময় কাটাচ্ছেন। আজ সোমবার (২৬ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিজের আইনজীবীদের কাছে তিনি পাঁচটি আইনবিষয়ক বই চেয়েছেন।
তিনি চেয়েছেন-ফৌজদারি কার্যবিধি (CrPC), দেওয়ানি কার্যবিধি (CPC), দণ্ডবিধি, ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন এবং তাঁর নিজের সংসদে দেওয়া বক্তৃতাসংবলিত একটি গ্রন্থ।
পেশায় আইনজীবী পলক সংসদ সদস্য হওয়ার আগে উচ্চ আদালতে প্র্যাকটিস করতেন। আইনজীবী ফারজানা ইয়াসমিন জানান, কারাগারে থাকার সময় তিনি পুনরায় আইনচর্চায় মনোনিবেশ করছেন।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর পরবর্তী সপ্তাহে পলক গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আছেন, যেখানে তাঁর মতো আরও ২৫ জন ভিআইপি বন্দী রয়েছেন।
সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রত্যেক ভিআইপি বন্দী প্রথম শ্রেণির মর্যাদা পাচ্ছেন। তাঁদের জন্য রয়েছে আলাদা কক্ষ, টেবিল-চেয়ার, খাট, টিভি এবং একটি জাতীয় পত্রিকা। চাইলে তাঁরা ক্যানটিন থেকেও খাবার কিনতে পারেন। কারাগারে রয়েছে একটি লাইব্রেরি, যেখানে দুই হাজারের বেশি বই রয়েছে।
কারাবিধি অনুযায়ী, সূর্যোদয়ের পর সেল খুলে দেওয়া হয়, তখন বন্দীরা নিজেদের মধ্যে কথা বলার সুযোগ পান।
সকালে পলককে আদালতে হাজির করা হলে তিনি গণমাধ্যমের কোনো প্রশ্নের উত্তর দেননি। এর আগে প্রতিবারই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।
একই দিনে আদালতে হাজির করা হয় আনিসুল হক, সালমান এফ রহমান, শাজাহান খান, মেননসহ আরও কয়েকজন ভিআইপি বন্দীকে। আনিসুল ও সালমান এফ রহমান আদালতে তাঁদের আইনজীবীদের সঙ্গে মামলার তথ্য নিয়ে কথা বলেন। সালমান নিজের চশমা বদলানোর আবেদন জানান।
আনিসুল হক কাঠগড়ায় থাকা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে দেখে কুশল জিজ্ঞেস করেন। পলকও মুরাদের সঙ্গে কিছুক্ষণ ব্যক্তিগতভাবে কথা বলেন।
সালমান এফ রহমানসহ চারজনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া নিউমার্কেট থানার ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় শাহে আলম মুরাদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।