প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসবেন জামায়াতের দুই নেতা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৭:৫২ PM
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে আমির ডা. শফিকুর রহমান এবং নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের ‘যমুনা’য় প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে এই বৈঠকে অংশ নেবেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে মৌখিকভাবে সন্ধ্যা ৬টায় জামায়াতকে বৈঠকের সময় জানানো হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে দেশের সাম্প্রতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, বিচার ও সংস্কার প্রক্রিয়া, এবং জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য পুনরুদ্ধার—এসব বিষয় আলোচনায় আসবে।
দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, তাঁরা চলমান বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করতেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করছেন।
দলীয় সূত্রে আরও জানা গেছে, জামায়াত প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগ নয়, বরং তাঁর নেতৃত্বেই একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়।
এর আগে, প্রধান উপদেষ্টাকে একটি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানানোর প্রস্তাব দিয়েছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।