জামায়াত আমির

‘নির্বাচন বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে বাধ্য করতে চাই না’

২৪ মে ২০২৫, ১১:৪২ AM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৯:২৭ PM
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াত আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন নিয়ে আমরা প্রধান উপদেষ্টাকে কোনো কিছুতে বাধ্য করতে চাই না। তিনি আমাদের প্রতিপক্ষ নন, বরং সরকারের অভিভাবক। তাই তাকে সহযোগিতা করাই আমাদের দায়িত্ব।

শনিবার (২৪ মে) সকালে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আগামীর পথ ঠিক করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি আমাদের বিচলিত না করলেও আমরা সতর্ক রয়েছি। জাতিকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া উচিত হবে না। এ অবস্থায় সকল দলের অংশগ্রহণে একটি বৈঠকের প্রয়োজন।’

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আগের নির্বাচনে জনগণের মতামতকে অবজ্ঞা করা হয়েছে। এবার এমন নির্বাচন চাই, যেখানে জনগণের ভোট সত্যিকার অর্থেই প্রতিফলিত হবে। নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।’

তিনি আরও বলেন, এখনো পর্যন্ত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। আমরা দ্রুত এটি প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

চট্টগ্রাম বন্দর এবং মানবিক করিডোর ইস্যুতে ডা. শফিকুর রহমান বলেন, এসব জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বিষয়। হুট করে কোনো সিদ্ধান্ত নেয়া উচিত নয়। নিরাপত্তা বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে অথবা এই দায়িত্ব নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া উচিত।

তিনি আরও বলেন, ‘কারো ব্যক্তিগত বা রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনী যেন বিতর্কে না জড়ায়। সেনাবাহিনীকে সব ধরনের বিতর্ক থেকে দূরে রাখা দরকার।’

উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
আইন পরামর্শক এইচএসসি পড়ুয়া ছেলে, চাকরি করেন সপ্তম শ্রেণির ম…
  • ০১ জানুয়ারি ২০২৬
মডেল মেঘনা আলমের পেশা রাজনৈতিক প্রশিক্ষক!
  • ০১ জানুয়ারি ২০২৬
‘সওয়াবের আশায়’ মাত্র ১০ হাজার টাকায় চার রুম ভাড়া দেন বাড়…
  • ০১ জানুয়ারি ২০২৬
সুপার ওভারে রংপুরকে হারাল রাজশাহী
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!