ঢাকাবাসীকে রাস্তায় নেমে আসার আহ্বান হাসনাতের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ মে ২০২৫, ০৩:৩০ PM , আপডেট: ১১ মে ২০২৫, ০২:৩২ AM
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের তিন দফা দাবি বাস্তবায়িত হয়নি। আমরা অফিশিয়ালি ঘোষণা দেওয়ার আগে কেউ রাজপথ ছাড়বেন না। ঢাকাবাসী আপনারা রাজপথে নেমে আসুন।
আজ শনিবার (১০ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে একটি মিনি ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে তিনি এ ঘোষণা দেন।
এর আগে রাত সাড়ে দশটায় আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে ইন্টারকন্টিনেন্টাল মোড় ছেড়ে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। এরপর রাত ১১টা ৪৫ মিনিটে জুলাই ঘোষণাপত্র ছাড়া ঘরে ফিরে যাবে না বলে জানান আন্দোলনকারীরা।