তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই, এটি সরকারের কাছ থেকে শুনতে চাই: গয়েশ্বর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ মে ২০২৫, ০৮:৫৪ AM , আপডেট: ১০ মে ২০২৫, ০৮:৫৪ AM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই। এটি আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই। আপনারাতো বিদেশ থেকে এনে কাউকে কাউকে রাষ্ট্রীয় দায়িত্বও দিয়েছেন। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তা মূল কারণ নয়। মূল কারণ আমাদের জ্ঞাত হতে হবে।’
শনিবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবে ১২দলীয় জোট আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের মতো কর্মসূচি পরবর্তীতে বিএনপির বিরুদ্ধেও হতে পারে এমন আশঙ্কা প্রকাশ গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা সব সমস্যার সমাধান নয়। আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণই ঠিক করে কারা গ্রহণযোগ্য বা কারা জনগণ কর্তৃক নিষিদ্ধ। আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না তার গ্যারান্টি কী?’
তিনি আরও বলেন, ‘জনগণ যদি মনে করে আওয়ামী লীগ দেশ ও গণতন্ত্রের জন্য পয়জন, তাহলে তারাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবে।’
বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘জামায়াত এখনও নিষিদ্ধ দল। এখনো তারা নিবন্ধন ফিরে পায়নি। তারপরও তাদের গুরুত্ব দিচ্ছে সরকার। এই জামায়াত কীভাবে নিষিদ্ধ হয়েছিলো? আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে তা দাবি করতে হবে কেন। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কলকাঠি কারা নাড়াচ্ছেন? যারা এ দেশে ১/১১ এনেছিলো তারাই অদৃশ্যভাবে এ সরকার চালাচ্ছে।’