আমাদের দক্ষ না হওয়ার অন্যতম কারণ বিসিএস: ডা. জাহেদ উর রহমান

০৯ মে ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫৫ PM
ডা. জাহেদ উর রহমান

ডা. জাহেদ উর রহমান © সংগৃহীত

আমাদের স্কিল বা দক্ষতার ঘাটতি রয়েছে এবং সেটি অস্বীকার করার সুযোগ নেই। আমরা এখনো কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছি না। এর অন্যতম কারণ হলো বিসিএস—এখানে টাকা আছে, খ্যাতিও আছে। কিন্তু কেউ বিসিএসে চাকরি পেয়ে ফ্ল্যাট-গাড়ি করলে আমরা কিছু জিজ্ঞেস করি না। এই পরীক্ষাগুলোতে অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী তেমন যোগ্য নন। এ অবস্থার পরিবর্তন আনতে হলে আমাদের প্রকৃত অর্থে যোগ্য হয়ে উঠতে হবে।

শুক্রবার (মে ৯) চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন তারুণ্যের ভাবনা অনুষ্ঠানে নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন। 

ডা. জাহেদ উর রহমান বলেন, আমরা চাকরির জন্য যথেষ্ট যোগ্য হয়ে উঠতে পারছি না—এটি স্বীকার করতেই হবে। মোটা দাগে বললে, আমরা ইংরেজি ঠিকমতো পারি না। আমাদের দেশে কি ইংরেজিতে একটি মানসম্মত চ্যানেল আছে? অথচ ভারতে দেখুন, কতগুলো ইংরেজি চ্যানেল রয়েছে। এর মাধ্যমে তারা তাদের প্রোপাগান্ডাও দক্ষতার সঙ্গে ছড়িয়ে দিতে পারছে। 

তিনি আরও বলেন, আমাদের স্কিল বা দক্ষতার ঘাটতি রয়েছে এবং সেটি অস্বীকার করার সুযোগ নেই। সামনে অনেক পেশাই থাকবে না—সাংবাদিকতা, চিকিৎসা, আইনসহ অনেক ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন আসছে। দ্রুতই অনেক চাকরি হারিয়ে যাবে, যেগুলোর জায়গা দখল করবে এআই। অথচ আমরা এখনো কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছি না। এর অন্যতম কারণ হলো বিসিএস —এখানে টাকা আছে, খ্যাতিও আছে। কেউ বিসিএসে চাকরি পেয়ে ফ্ল্যাট-গাড়ি করলে আমরা কিছু জিজ্ঞেস করি না। অথচ দেখা যাচ্ছে, এই পরীক্ষাগুলোতে অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী তেমন যোগ্য নন। ফলে অনেকে ৮-১০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন—কেউ সফল হচ্ছেন, কেউ হচ্ছেন না—আর এতে অনেকেই হতাশ হচ্ছেন। এ অবস্থার পরিবর্তন আনতে হলে আমাদের প্রকৃত অর্থে যোগ্য হয়ে উঠতে হবে।

আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬