আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ: ৫ ট্রাক দিয়ে চলছে মঞ্চ তৈরির কাজ

পাঁচটি ট্রাক একসঙ্গে করে চলছে মঞ্চ নির্মাণের কাজ
পাঁচটি ট্রাক একসঙ্গে করে চলছে মঞ্চ নির্মাণের কাজ  © টিডিসি ফটো

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার (৯ মে) বড় জমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জমায়েতকে ঘিরে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। এজন্য ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হচ্ছে।

আজ শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে পাঁচটি ট্রাক একসঙ্গে করে ওপরে সামিয়ানা টানিয়ে মঞ্চ তৈরির কাজ করছেন শ্রমিকরা।

এদিকে জাতীয় নাগরিক পার্টির এ কর্মসূচি ঘিরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং কাকরাইল মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!