ইন্টেরিম কী কী বিচার ও সংস্কার করেছেন, জানতে চাইলেন হাসনাত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ মে ২০২৫, ১১:৩৫ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০৪ PM
জুলাই আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের নয় মাস পার হয়ে গেছে। এ সময়ের মধ্যে ইন্টেরিম কী কী বিচারিক কার্যক্রম ও সংস্কার করেছেন তা জানতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৮ মে) সকালে দেওয়া ওই পোস্টে হাসনাত লেখেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়।
তিনি আরও লেখেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও, মে মাসেও তা শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন। তা ইন্টেরিম, এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের খবর প্রকাশের পর এ স্ট্যাটাস দিয়েছেন তিনি। আব্দুল হামিদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হামলা ও গুলি চালানোর অভিযোগে একটি মামলা চলমান রয়েছে।