হামলার পর নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০০ PM
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ রবিবার (৪ মে) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা হাসনাতও আহত হয়েছেন। পরে তার রক্তাক্ত হাতের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এদিকে, হামলার পর স্থানীয়দের সহায়তায় হাসনাত আব্দুল্লাহকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সামনে নিয়ে আসা হয়। সেখানে শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের সহায়তায় তিনি রাত ৭টা ৪০ মিনিটের দিকে নিরাপদে ঢাকার উদ্দেশে রওনা হন।
ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আইইউটি গেটের সামনে এনসিপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরবর্তীতে গাজীপুরের বোর্ড বাজার ও চান্দনা চৌরাস্তা এলাকায় আলাদা দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসব মিছিল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান নেতাকর্মীরা। একইসঙ্গে তারা হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানান।
রাত ৮টার পর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ঢাকায় ফেরার পথে আসার সময় গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেল এসে হাসনাতের ওপর হামলা করে। এতে তিনি আহত হন। এখন হাসনাত ঢাকায় ফিরছেন।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
তবে ঠিক কী কারণে হাসনাত আব্দুল্লাহ ওইদিন গাজীপুরে গিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি স্থানীয় এনসিপি নেতাকর্মীরা।