ভেঙেছে গাড়ি রক্তাক্ত হাত, হাসনাতের ওপর যেভাবে হামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৮:৫৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০০ PM
ঢাকায় ফেরার পথে গাজীপুরে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেল এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালিয়েছে ভাঙচুর করা হয়েছে। এতে গাড়িতে থাকা হাসনাতও আহত হয়েছেন। পরে তার রক্তাক্ত হাতের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ রবিবার (৪ মে) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি। এ হামলায় হাসনাত আবদুল্লাহর গাড়ির একটি কাচ ভেঙে যায়। এতে তিনি আঘাতপ্রাপ্ত হন।
এদিকে, হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে গাজীপুর মহানগরীতে তোলপাড় শুরু হয়। মহানগর পুলিশ হাসনাত আবদুল্লাহর অবস্থান শনাক্ত করে তার নিরাপত্তায় এগিয়ে আসে। হাসনাত আবদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।
ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা জানিয়েছেন, হাসনাত আব্দুল্লাহর বর্তমানে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় আইইউটি ক্যাম্পাসের (ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি) ভেতরে নিরাপদে আছেন। তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন।
গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান বলেন, আমরা তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি। তবে এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি।
রাত ৮টার পর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ঢাকায় ফেরার পথে আসার সময় গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেল এসে হাসনাতের ওপর হামলা করে। এতে তিনি আহত হন। এখন হাসনাত ঢাকায় ফিরছেন।
এর আগেও হাসনাত আবদুল্লাহকে বহন করা একটি গাড়িকে ট্রাকচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল। গত বছরের ২৭ নভেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ঘটনা ঘটে।