এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ  © ফাইল ফটো

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কি না, এ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি।তবে জানালেন, নিজের সুবিধামতো সময়ে রাজনৈতিক দলে যুক্ত হবেন। এক্ষেত্রে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যে যুক্ত হতে হবে তা কিন্তু নয়।

শনিবার (২৬ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টাকে এসব কথা বলতে শোনা যায়। 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুাত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছেই যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো আসলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব।

তিনি আরও বলেন, নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সি যারা আছেন তারাই (দলটি) করেছেন। সেখানে আগ্রহ তো আছেই। তবে আমি যখন রাজনীতি করার কথা চিন্তা করব, তখন আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। সেটা যেকোনো রাজনৈতিক দল হতে পারে। নট নেসেসারি নতুন রাজনৈতিক দলই হতে হবে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতাদের নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নাহিদ ইসলাম দলটির নেতৃত্ব গ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence