ইবিতে ছাত্রশিবিরের বিজ্ঞান উৎসব, লক্ষাধিক টাকার পুরস্কার

বিজ্ঞান উৎসব করবে ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা
বিজ্ঞান উৎসব করবে ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা  © সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে ‘ইসমাইল আল জাযারি’ বিজ্ঞান উৎসবের ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ ও ২০ মে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজে এ উৎসবের ঘোষণা দেওয়া হয়। এতে চারটি ইভেন্টে লক্ষাধিক টাকার পুরস্কার থাকছে বলে জানা গেছে। 

প্রতিযোগিতা গুলো হলো- প্রোগ্রামিং কনটেস্ট (দলীয়), বিজ্ঞান অলিম্পিয়াড (বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল গ্রুপ), প্রজেক্ট প্রদর্শনী ও পোস্টার প্রেজেন্টেশন (দলীয়) ও রুবিক্স কিউব প্রতিযোগিতা। প্রত্যেক অংশগ্রহণকারীকে সার্টিফিকেট, নাস্তা ও বিশেষ উপহার দেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। 

আরো পড়ুন: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ৬৩ শিশু-কিশোর

বিজ্ঞান উৎসবে অংশগ্রহণের জন্য আবেদন প্রক্রিয়া ১৬ মে পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে গুগল ফরমে আবেদন জমা দেওয়া যাবে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিসিয়াল ফেসবুক পেজে নির্দেশিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। রেজিস্ট্রেশন লিংক ও বিস্তারিত জানতে ভিজিট করুন: https://sites.google.com/view/science-festival-iuics


সর্বশেষ সংবাদ