ঈদ মিছিলে ‘মূর্তি’ প্রদর্শনীর প্রতিবাদ জামায়াতের

০২ এপ্রিল ২০২৫, ১১:০১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৯ AM

© সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ব্যবস্থাপনায় আয়োজিত ঈদ আনন্দ মিছিলে মূর্তি সদৃশ প্রতীক প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২ এপ্রিল) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের শাসনামলে ঈদের আনন্দ সাধারণ মানুষের মাঝে স্বাভাবিকভাবে ফুটে ওঠেনি। তবে এবারের ঈদ যেন সত্যিকারের আনন্দ নিয়ে এসেছে। সরকারি ব্যবস্থাপনায় সুলতানি আমলের ঢঙে ঈদ উদযাপন এক নতুন মাত্রা যোগ করেছে। কিন্তু এ আনন্দ মিছিলে মূর্তিসদৃশ প্রতীক বহন আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।’

তিনি আরও বলেন, ‘ঈদ মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র ধর্মীয় উৎসব। ইসলাম স্পষ্টভাবে মূর্তি, প্রতিমা বা কোনো দৃশ্যমান অবয়ব ব্যবহার করে ধর্মীয় আনন্দ প্রকাশের অনুমতি দেয় না। রাসুল (সা.), সাহাবায়ে কেরাম বা পরবর্তী খলিফারা কখনো ঈদ উদযাপনে এ ধরনের কোনো প্রথার প্রচলন করেননি।’

সরকারি আয়োজনে এমন কর্মকাণ্ডের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ‘ঈদ আমাদের ধর্মীয় আবেগ ও বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত একটি বিষয়। একে সাংস্কৃতিক পরীক্ষাগারে পরিণত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী ঐতিহ্যের বাইরে গিয়ে প্রতিমা সংস্কৃতির অনুপ্রবেশের চেষ্টা জনগণের মনে প্রশ্ন তুলেছে।’

তিনি সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ঈদ মিছিলে মূর্তিসদৃশ প্রতীক বহনের ঘটনা ইসলামের মৌলিক শিক্ষা ও ঈদের পবিত্রতার পরিপন্থী। যারা এমন বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’

সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, আবেদন শেষ ৬ ফেব্রুয়ারি
  • ১৮ জানুয়ারি ২০২৬
নবীগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকের
  • ১৮ জানুয়ারি ২০২৬
ছাত্র আন্দোলনে উত্তাল ইউরোপের এক দেশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনে প্রচারণার সময় বাড়াল কমিশন
  • ১৮ জানুয়ারি ২০২৬
‘৭১ ছিল স্বাধীনতা অর্জনের, ২৪ দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার’
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9