কাউকে ক্ষমতায় বসাতে নির্বাচন দেওয়া হলে মেনে নেওয়া হবে না: নাহিদ

২৬ মার্চ ২০২৫, ০৯:০৪ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৮ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার এবং বিচার ছাড়া কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। 

বুধবার (২৬ মার্চ)সকালে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি ৭১ এবং ২৪ ভিন্ন কিছু নয়। ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ এর যে স্পিরিট সেটি পুনরুজ্জীবিত হয়েছে। ৭১ এ আমরা যা চেয়েছিলাম, সেটি ৫৪ বছরে অর্জিত হতে পারেনি বলেই ১৫ বছর ধরে বাংলাদেশে একটি ফ্যাসিজম চেপে বসেছিল।  যার কারণে আরেকটি গণঅভ্যুত্থান হয়েছে। আমরা কিন্তু ৭১ এ যে সাম্যের কথা বলা হয়েছিল, আমরা কিন্তু সেই বৈষম্যহীনতার কথাই বলছি।যারা এটাকে মুখোমুখি দাড় করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ।

অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ জাতীয় পার্টির দাবি বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন; সেই পথে গেলেই জাতির গনতন্ত্রের পথে উত্তোরণ ঘটবে। সংস্কার এবং বিচারবিহীন নির্বাচন দেওয়া হয় এবং কোনো একটি দলের চাপে নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তাহলে তা কখনোই মেনে নেওয়া হবে না। পুরোনো সংবিধান এবং পুরোনো ব্যবস্থাকে আকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি সম্ভাবনা তৈরি হয়েছে। ক্ষমতায় যাওয়ার লোভো আমরা যেন সেই সম্ভাবনাকে নষ্ট করে না দেই। আমরা দেখতে পাচ্ছি, একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য বিচার এবং সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনে নানা ধরনের পায়তারা চলছে। এই সব কিছুকেই প্রতিহত করবে জাতীয় নাগরিক পার্টি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘জাতীয় ঐক্যের যে পাটাতন তৈরি হয়েছে, আমরা সেই পাটাতনেই আছি। সেই পাটাতনে হয়তো বিভিন্ন দলের এজেন্ডা আলাদা হচ্ছে। আমরা যদি ২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্খাকে বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থকে রক্ষা করতে চাই তাহলে আমাদের একই পাটাতনে থেকে সামনের দিকে এগোতে হবে।

জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে কিংবা হোক এমনটি আমরা চাই না। তবে আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্খা কিংবা জনগণের সংস্কারের যে আকাঙ্খা সেখান থেকে কেউ সড়ে গেলে তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবে না।’

চবির সেই শিক্ষককে হেনস্থায় ঢাবি সাদা দলের উদ্বেগ, জড়িতদের ব…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
২০২৬ সাল ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
  • ১২ জানুয়ারি ২০২৬
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9