সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

সংবাদ সম্মেলনে মো. ছিদ্দিকুর রহমান
সংবাদ সম্মেলনে মো. ছিদ্দিকুর রহমান  © টিডিসি

ঝালকাঠির কাঁঠালিয়ায় সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও শৌলজলিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ছিদ্দিকুর রহমান ছিদ্দিক দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আজ বুধবার (১৯ মার্চ) বেলা ১১টায় কাঁঠালিয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি এ ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমি ২০১৭ সালে উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগদান করি। মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে ২০১৯ সালে আওয়ামী লীগের কাঁঠালিয়া উপজেলা শাখার কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক পদে অন্তর্ভুক্ত হই। তবে আজ থেকে আমি আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগ করছি এবং ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না।’

আরও পড়ুন: জাতীয়করণের নামে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ‘রমরমা ব্যবসা’

পদত্যাগের কারণ সম্পর্কে ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমি ছারছিনা দরবার শরিফের অনুসারী। ছারছিনার বর্তমান গদিনশিন পীর সাহেবের ভক্তদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার নির্দেশনা রয়েছে। তাই আমি স্বেচ্ছায়, স্বজ্ঞানে পদত্যাগ করলাম।’

মাওলানা ছিদ্দিকুর রহমানের রাজনৈতিক যাত্রা নিয়ে এলাকায় নানা আলোচনা রয়েছে। একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। বিএনপির সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত থাকলেও পরে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর প্রভাবশালী বলয়ের মাধ্যমে কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের কমিটিতে স্থান পান।

আরও পড়ুন: স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা আসিফ

মো. ছিদ্দিকুর রহমান সাবেক উপজেলা চেয়ারম্যান ও কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনিরের ঘনিষ্ঠ সহচর হিসেবেও পরিচিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence