লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

১২ মার্চ ২০২৫, ০৩:৪৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৬ PM
শাহবাগে ইনকিলাব মঞ্চের মানববন্ধন

শাহবাগে ইনকিলাব মঞ্চের মানববন্ধন © টিডিসি

দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তার ও দেশদ্রোহী সেবাদাসদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগে মানববন্ধন শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ বুধবার (১২ মার্চ) বেলা তিনটায় শাহবাগ জাদুঘরের সামনে এ মানববন্ধন শুরু হয়।

এ সময় ‘ফ্যাসিবাদের দিন শেষ, ইনসাফের বাংলাদেশ’, ‘মদতন্ত্রের দিন শেষ, ইনসাফের বাংলাদেশ’, ‘শাহবাগী না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘শাহবাগীদের গদিতে, আগুন জ্বালো একসাথে, শহীদেরা দিচ্ছে ডাক, শাহবাগীকাতা নিপাত যাক, সন্ত্রাসীদের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আযাদি, আযাদি আযাদি’, ‘মুজিববাদ মুর্তাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন উপস্থিত ছাত্র-জনতা।

মানববন্ধন থেকে পাঁচ দাবি জানান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পাঁচ দফা দাবি হলো ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে; একই সঙ্গে কেউ মিথ্যা ধর্ষণ মামলা করলে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে; বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে মব তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে; অবিলম্বে শাপলার কসাই লাকী আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোসরদের গ্রেপ্তার করে শাহবাগের ২০১৩ সালের রাষ্ট্রবিরোধী সব ষড়যন্ত্র উন্মোচন করতে হবে, জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে এই গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে ও অবিলম্বে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

আরও পড়ুন: কুবি শিক্ষক আনিছের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষা স্থগিত

মানববন্ধনে বক্তারা বলেন, ‘শাহবাগ থেকে মবতন্ত্রের সূচনা হয়েছে। এ শাহবাগ থেকেই ফ্যাসিবাদের উত্থান হয়েছে। মবতন্ত্রের সূচনাকারী লাকী আক্তার ও ইমরান এইচ সরকার। যেই শাহবাগ থেকে নির্দোষ ব্যক্তিদের ফাঁসি মঞ্চায়িত করা হয়েছে, জুলাই আগস্টের আন্দোলনে সেই শাহবাগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এই দেশে আর শাহবাগ কায়েম হতে দেওয়া হবে না। আমরা দেখেছি লাকী আক্তার এখনো প্রকাশ্যে মিছিল করছে, মিটিং করছে। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। এ দেশ শাহবাগের দেশ নয়, এই দেশ জুলাইয়ের দেশ।’

এর আগে গতকাল মঙ্গলবার রাতে লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা লাকি আক্তারকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।

২০১৩ সালে যারা বিচারহীনতা কায়েম করে ফ্যাসিবাদী হাসিনাকে শক্তিশালী করেছিল। এই শাহবাগীদের বিচার করতে হবে।

ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে: মির্জা ফখরুল
  • ১২ জানুয়ারি ২০২৬
ভাইস ক্যাপ্টেনের বিশ্বকাপ দলে জায়গা হবে তো?
  • ১২ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে রানার গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১২ জানুয়ারি ২০২৬
অর্থনৈতিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি ইরান প্রেসিডেন্টের, ‘…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানের এবারের বিক্ষোভ কেন নজিরবিহীন
  • ১২ জানুয়ারি ২০২৬
কলমাকান্দা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মাওলানা কামাল
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9