মির্জা আব্বাসের পুরোনো ভিডিও এডিট করে ভুল দাবিসহ প্রচার

প্রকৃত ভিডিও (বাঁয়ে) এবং এডিট করা ভিডিওর (ডানে) স্ক্রিনশট
প্রকৃত ভিডিও (বাঁয়ে) এবং এডিট করা ভিডিওর (ডানে) স্ক্রিনশট  © টিডিসি সম্পাদিত

রাসূল (সা.)-এর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ‘গোস্তাখী’ করেছেন বলে একটি ভিডিও ছড়ানো হয়েছে ফেসবুকে। এতে দেখা যাচ্ছে, একদল নেতাকর্মী ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার, ‘নবী প্রেমীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের থামিয়ে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘নবীরে ধইরা জেলে দিয়ে আয়, কমুনে শালারা।’

ভিডিওটি ‍মূলত এক বছর আগেও ছড়ানো হয়। এটি এডিট করে নতুন করে ছড়ানো হয়েছে। এডিট করা ভিডিওটি দেখুন এখানে। মূলত সে সময় বিএনপির আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনের একটি ভিডিওতে মির্জা আব্বাস নেকর্মীদের স্লোগান থামানোর জন্য একটি মন্তব্য করেন। সেদিন দলটির সমাবেশে কোনও ইসলামী স্লোগান দেয়া হয়নি। 

সমাবেশে স্লোগান ছিল ‘নবী ভাই, নবী ভাই’। সে সময়ে গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মূলত বিএনপি নেতা নবীউল্লাহ নবীর পক্ষে স্লোগান দিচ্ছিলেন একদল নেতকর্মী।

এ সময় তাদের থামাতে মির্জা আব্বাস বলেন, ‘কার কথা বলতেছো, নামটা পরিষ্কার করে বলো তো? নবী কি জেলে গেছে নাকি রে ব্যাটা? নবীরে ধইরা জেলে দিয়ে আয়, কমুনে শালারা। ফাজিল কোথাকার।’ 

আরো পড়ুন: হামলায় জড়িত ছাত্রলীগের বিচারে উদ্যোগ নেই ঢাকা কলেজ প্রশাসনের

সে ভিডিও এডিট করে করে সেখানে ‘নবী প্রেমীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান বসিয়ে দেয়া হয়েছে। এক বছর আগে এ মিথ্যা ছড়ানো হয়। এখন আবার নতুন করে ছড়ানো হচ্ছে। আসল ভিডিও দেখুন এখানে।


সর্বশেষ সংবাদ