বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

২০ মার্চ ২০২৫, ১২:৫৮ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১১ PM
মো. রাশেদ

মো. রাশেদ © সংগৃহীত

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় বেড়িবাঁধ নির্মাণ কাজকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ (২৭) নিহত হয়েছেন। 

আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার (১৯ মার্চ) রাত ৯ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় তার মৃত্যু হয়।

নিহত রাশেদ মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড রহমানপুর গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ নিয়ে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় স্থানীয় বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন রাশেদসহ ১০ জন।

পরে গুরুতর আহত রাশেদকে প্রথমে পাশ্ববর্তী চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হয়ে ঢাকায় নেয়ার পথে রাত ৯ টায় ফরিদপুরে ভাঙ্গা এলাকায় তার মৃত্যু হয়। আহত অন্যরা চরফ্যাশন ও মনপুরায় চিকিৎসা নিচ্ছেন।

মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর বলেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রাশেদ নিহত হয়েছেন। বিষয়টি খুবই দুঃজনক।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির রাশেদের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আওয়ামী লীগ নেতাকর্মীরাও ছিল। ঘটনায় ছাত্রদল নেতা রাশেদ নিহত হয়েছেন। এ বিষয়ে নিহতের ভাই থানায় অভিযোগ করেছেন। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ: বিএনপি
টঙ্গীতে তিন দিনব্যাপী খুরুজ ইজতেমা শুরু রবিবার
  • ০৩ জানুয়ারি ২০২৬
মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি : নাসীরুদ্দীন প…
  • ০৩ জানুয়ারি ২০২৬
ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ও জামায়াত প্রার্থী দেলাওয়ারের মনো…
  • ০৩ জানুয়ারি ২০২৬
জুলাই আন্দোলনে হামলার পলাতক আসামি আ.লীগ নেতার মনোনয়ন বৈধ
  • ০৩ জানুয়ারি ২০২৬
হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে
  • ০৩ জানুয়ারি ২০২৬
গুম কমিশনের মেয়াদ বাড়ল
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!