আড়ংয়ের নামে উপহারের ভুয়া লিংক ছড়ানো হচ্ছে

আড়ং
আড়ং  © সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস ও রমজান উপলক্ষে আড়ংয়ের পক্ষ থেকে ৫ হাজার টাকা উপহার দেওয়ার দাবি করে সম্প্রতি দুটি ওয়েবসাইট লিংক ছড়ানো হচ্ছে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে। তবে যাচাই করে দেখা গেছে, আড়ংয়ের পক্ষ থেকে এমন কোনো অফার বা উপহারের ঘোষণা দেওয়া হয়নি।

মার্চের শুরু থেকেই “আড়ং উইমেন্স ডে গিফট” ও “আড়ং রামাদান গিফট” শীর্ষক নামের দুটি ওয়েবসাইট ছড়াতে দেখা যাচ্ছে। সাইট দুটিতে আড়ংয়ের লোগো ব্যবহার করে ব্যবহারকারীদের আকৃষ্ট করা হচ্ছে। প্রথমে চারটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়, এরপর একটি পেজে নেওয়া হয় যেখানে তিনটি উপহার বাক্স বেছে নিতে বলা হয়। এরপর দাবি করা হয়, উপহার পেতে হলে লিংকটি অন্তত পাঁচটি গ্রুপ বা ২০ জন বন্ধুকে পাঠাতে হবে।

শেষ ধাপে ব্যবহারকারীকে একটি যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলা হয় যেখানে তিনটি অপশন দেওয়া হয়। যেকোনো অপশনে ক্লিক করলে ব্যবহারকারীকে একটি বিশেষ লিংকে পাঠানো হয় যেখানে প্রথমেই ফোন নম্বর চাওয়া হয়। নম্বর দিলে আসে একটি ওটিপি (OTP), যা দিলে ব্যবহারকারীর নম্বর যুক্ত হয়ে যেতে পারে কোনো থার্ড পার্টি ভ্যালু অ্যাডেড সার্ভিসে (VAS)। এতে অজান্তেই মোবাইল ব্যালেন্স থেকে প্রতিদিন টাকা কাটা শুরু হতে পারে।

ওয়েবসাইটের নিচের অংশে ছোট ফন্টে লেখা থাকে, এটি একটি চলমান সাবস্ক্রিপশন সার্ভিস যা বন্ধ না করা পর্যন্ত চালু থাকবে। অনেক সময় ব্যবহারকারীদের এমন সাইটেও পাঠানো হয় যা অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত।

এই ধরনের ভুয়া লিংকে ক্লিক করলে ব্যবহারকারীর ডিভাইসে ম্যালওয়্যার ঢুকতে পারে এবং আর্থিক প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে ফোন নম্বর দিলে তা ব্যবহৃত হতে পারে সাবস্ক্রিপশন ফাঁদে ফেলার জন্য।

আড়ংয়ের পক্ষ থেকে এই ধরনের কোনো অফার দেওয়া হয়নি। তাই এ ধরনের লিংক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ