রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে মা দিবস উদযাপন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মে ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ১২:৫৪ AM
মা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করেছে ঢাকা গুলশানের হোটেল রেনেসন্স। গত ৯ থেকে ১১ মে পর্যন্ত আয়োজিত এক বিশেষ উদযাপনের মাধ্যমে মায়েদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানো হয়।
তিন দিনব্যাপী এ আয়োজনজুড়ে ছিল পরিশীলিত ডাইনিং, সুস্থতাভিত্তিক স্পা অভিজ্ঞতা এবং বিশেষভাবে তৈরি উপহারসামগ্রী—যা মা দিবসের আবেগঘন আবহকে আরও অর্থবহ করে তোলে।
হোটেলের রেস্টুরেন্টগুলোতে ছিল বিশেষ ব্রাঞ্চ ও ডিনারের আয়োজন, যা নির্ধারিত ব্যাংক পার্টনারদের সঙ্গে মিলিত মূল্যে উপভোগ করা যায়। অতিথিরা পরিবারসহ আরামদায়ক পরিবেশে অনুষ্ঠানটি উপভোগ করেন।
মায়েদের জন্য বিশ্রাম ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ছিল একটি বিশেষ স্পা প্যাকেজ যা মানসিক প্রশান্তি ও শারীরিক আরামের জন্য সাজানো হয়েছিল অত্যন্ত যত্নের সাথে। এই আয়োজনের এক বিশেষ সংযোজন হিসেবে ছিল একটি মা দিবস এক্সক্লুসিভ ডেসার্ট বক্স, যা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে একটি মিষ্টি ও মর্মস্পর্শী উপহার।
ম্যারিয়ট বনভয়ের অংশ হিসেবে রেনেসন্স ঢাকা গুলশান হোটেল সব সময়ই সাংস্কৃতিক মুহূর্তগুলোকে উদযাপন করে এসেছে আভিজাত্য ও স্থানীয় সংবেদনশীলতার মিশেলে। ঢাকার কূটনৈতিক ও বাণিজ্যিক অঞ্চলের প্রাণকেন্দ্রে অবস্থিত এ হোটেলটি এক অভিজাত ও জীবনধর্মী গন্তব্য হিসেবে বিশেষভাবে পরিচিত।
বিভিন্ন দিবস উদযাপনে তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন +৮৮০১৭০৪১১২৬৪৮ নম্বরে।