রাতে ঢাকাসহ একাধিক জেলায় হতে পারে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ মে ২০২৫, ১১:১৭ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৭:১৬ PM

আজ রবিবার (১১ মে) রাতে ঢাকাসহ দেশের একাধিক জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাত ৮টার দিকে অধিদপ্তরের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আজ রাত ৮টার পর থেকে রাত ১২টার মধ্যে ঢাকা, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর জেলার কিছু স্থানে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।