তাপদাহের মাঝে বৃষ্টির পূর্বাভাস, কোথায় কতটা সম্ভাবনা?

০৮ মে ২০২৫, ১২:১৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০২ PM
তাপমাত্রা

তাপমাত্রা © সংগৃহীত

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ মে) আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। একইসঙ্গে রাতেও উষ্ণতা সামান্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বিস্তৃত হতে পারে।

আগামী দিনের আবহাওয়া পূর্বাভাস:
শুক্রবার (৯ মে):
সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শনিবার (১০ মে):
আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন না ঘটলেও তাপপ্রবাহের প্রভাব বজায় থাকবে।

রোববার (১১ মে):
রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া থাকবে শুষ্ক এবং মেঘাচ্ছন্ন। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (১২ মে):
ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং তাপপ্রবাহের তীব্রতা কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।

কক্সবাজারে আওয়ামী লীগ নেতা আটক
  • ০৮ জানুয়ারি ২০২৬
ঢাবিতে মুজিব-ফজিলাতুন্নেছাসহ ৫ হল-আবাসিক ভবনের নাম বদলানোর …
  • ০৮ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত ভর্তি প্রক্রিয়া নিশ্চিতে প্রেসি…
  • ০৮ জানুয়ারি ২০২৬
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিতে সাবেক তিন সচিব ও সেনা ক…
  • ০৮ জানুয়ারি ২০২৬
নতুন প্রজন্মের মাদক আধুনিক ‘কুশ’ ল্যাবের সন্ধান
  • ০৮ জানুয়ারি ২০২৬
বিসিবির স্পষ্ট বার্তায় প্রশ্ন তুললেন তামিম ইকবাল
  • ০৮ জানুয়ারি ২০২৬