তাপদাহের মাঝে বৃষ্টির পূর্বাভাস, কোথায় কতটা সম্ভাবনা?

০৮ মে ২০২৫, ১২:১৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০২ PM
তাপমাত্রা

তাপমাত্রা © সংগৃহীত

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ মে) আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। একইসঙ্গে রাতেও উষ্ণতা সামান্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাসে জানানো হয়েছে, সিলেট বিভাগের দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সিরাজগঞ্জসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বিস্তৃত হতে পারে।

আগামী দিনের আবহাওয়া পূর্বাভাস:
শুক্রবার (৯ মে):
সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

শনিবার (১০ মে):
আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন না ঘটলেও তাপপ্রবাহের প্রভাব বজায় থাকবে।

রোববার (১১ মে):
রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু-একটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আবহাওয়া থাকবে শুষ্ক এবং মেঘাচ্ছন্ন। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (১২ মে):
ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দু-একটি স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং তাপপ্রবাহের তীব্রতা কমে আসতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।

আচরণবিধি ভঙ্গ: বিএনপি মনোনীত প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমা…
  • ০৫ জানুয়ারি ২০২৬
জাবির হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক
  • ০৪ জানুয়ারি ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান 
  • ০৪ জানুয়ারি ২০২৬
‘তারেক রহমানে বাসার সামনে থেকে আটক ব্যক্তি র‍্যাব সদস্য নয়’
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে প্রথম হলেন যারা
  • ০৪ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ নম্বর পেয়ে ঢাবির ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে মানবিক শা…
  • ০৪ জানুয়ারি ২০২৬