২ ঘন্টা বন্ধের পর চালু মেট্রোরেল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৬ PM
রাজধানীতে বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু হয়েছে মেট্রোরেল পরিষেবা। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মেট্রোরেলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বিকেল ৫টার দিকে মেট্রোরেলে বিদ্যুৎ সংযোগে সমস্যা দেখা দেয়। প্রথমে শাহবাগ স্টেশনে পৌঁছানোর পর একটি ট্রেন হঠাৎ থেমে যায়। একই সময়ে আরেকটি ট্রেন আগারগাঁও স্টেশনে গিয়ে বিকল হয়ে পড়ে।
অফিস শেষে ঘরে ফেরার ব্যস্ত সময়ে এ সমস্যার কারণে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। অনেকেই ট্রেনের কোচে আটকা পড়েন, আর স্টেশনগুলোতে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর এক কর্মকর্তা ইউএনবিকে জানান, মূল সমস্যা হয়েছে ট্রেনগুলোর বিদ্যুৎ সরবরাহের উৎসস্থলে। শেওড়াপাড়া থেকে শাহবাগের মধ্যবর্তী কোনো এক অংশে ত্রুটি দেখা দেয়। সমস্যা চিহ্নিত ও সমাধানের পর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়।
এর আগে, গত বছরের ২৫ মে-তেও বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় এক ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তখনও যান্ত্রিক ত্রুটি সমাধান করে পরিষেবা চালু করেছিল কর্তৃপক্ষ।