বন্ধ হচ্ছে অবৈধ স্যাটেলাইট পে-চ্যানেল, নির্দেশ বিটিআরসির

বিটিআরসি
বিটিআরসি  © সংগৃহীত

দেশের কিছু ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) অনুমোদন ছাড়া স্যাটেলাইট পে-চ্যানেল বিজ্ঞাপনসহ (ক্লিন ফিডবিহীন) দেখাচ্ছে। এসব চ্যানেল বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

দেশের আইএসপি লাইসেন্সধারীদের এ সংক্রান্ত নির্দেশনার কথা জানিয়ে গত ১৯ মার্চ চিঠি দিয়েছে বিটিআরসি। এতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে এসব চ্যানেল বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, কিছু আইএসপি অনুমোদন ছাড়া প্রযুক্তি ব্যবহার করে অনুমোদিত বিদেশি চ্যানেলের পরিবেশকদের পরিবেশিত পে-চ্যানেলগুলো পাইরেসি করে বাসাবাড়িতে বিজ্ঞাপনসহ ইন্টারনেট সংযোগে প্রদর্শন করছে। এছাড়া কিছু কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে একই কার্যক্রম পরিচালনা করছে। এতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সেবার আওতায় বিদেশি চ্যানেলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

বিএসসিএলের কর্মকর্তারা বলছেন, টিভি ক্যাবল অপারেটররা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সেবা নিয়ে গ্রাহককে বিদেশি চ্যানেল দেখান। কিন্তু পাইরেসি করে কিছু আইএসপি অপারেটর তাদের গ্রাহককে ইন্টারনেটের মাধ্যমে বিদেশি চ্যানেলগুলো দেখাচ্ছে। এতে আয় কমে যাচ্ছে টিভি অপারেটরদের। এরই মধ্যে বিষয়টি স্যাটেলাইট কোম্পানিকে জানানো হয়েছে।

অবৈধভাবে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল বন্ধে এরই মধ্যে বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence