নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ, সাহায্য চাওয়ায় ফের ধর্ষণ দু’জনের

০৭ আগস্ট ২০২২, ১১:৩৫ AM
ভারতে এক নারীকে তিনজন মিলে ধর্ষণ করেছে

ভারতে এক নারীকে তিনজন মিলে ধর্ষণ করেছে © আনন্দবাজার

ভারতে পথ চিনিয়ে দেওয়ার কথা বলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন জনের বিরুদ্ধে। পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ৩৫ বছর বয়সী ওই নারীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে দেশটির মহারাষ্ট্রের ভান্ডারা জেলায়।

পুলিশের সূত্র দিয়ে আনন্দবাজার জানিয়েছে, তারা খবর পায় একটি সেতুর কাছে রাস্তার পাশে নগ্ন অবস্থায় এক নারী পড়ে রয়েছেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা। ওই নারীকে উদ্ধার করে ভর্তি করা হয় নাগপুর মেডিকেল কলেজে। পরে তাঁর সংজ্ঞা ফিরলে বয়ান রেকর্ড করা হয়।

পুলিশ জানিয়েছে, গত ৩০ জুলাই গোরেগ্রামের কামারগ্রামে ভাইয়ের বাড়িতে যাচ্ছিলেন ওই নারী। বাড়িতে ঝগড়া করে বেরিয়েছিলেন।ভাইয়ের বাড়ির রাস্তা ঠিকমতো চিনতে পারছিলেন না। সেই সময় শ্রীরাম উরকুড়ে নামে এক অভিযুক্ত তাকে সাহায্যের আশ্বাস দেন। জানান, তাঁকে ভাইয়ের বাড়ি চিনিয়ে দেবেন।

আরো পড়ুন: চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণে জড়িত আরও দু’জন গ্রেপ্তার

কিন্তু গাড়িতে করে তাকে নিয়ে চলে যান পলাশগ্রামে। জাতীয় সড়ক ছাড়িয়ে জঙ্গলের কাছে গাড়ি বন্ধ করে দেন। সেখানে নারীকে ধর্ষণ করে ফেলে রেখে যান। পরের দিন ১ অগস্ট জ্ঞান ফেরে তার। অনেক চেষ্টায় পৌঁছান কানহালমো এলাকায়। সেখানে পরিচয় হয় লুক্কা অশোক সুরভের। নির্যাতিতা তাঁর অবস্থা জানানোর পর সাহায্যের আশ্বাস দেন তিনি।

কিন্তু তিনিও নারীকে ধর্ষণ করেন। তাঁর সঙ্গে যোগ দেন মোহাম্মদ এজাজ আনসারি। এর পর তাঁর আর কিছু মনে নেই। এ ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি একজনের সন্ধানে অভিযান চলছে।

ভোটাধিকার হরনকারীরা দেশ থেকে পালিয়ে গেলেও আরেকটি দলের ষড়যন্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে এনসিপির অন্তর্বিরোধ, ১৩ নেতার একযোগে পদত্যাগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের…
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে যা থাকছে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
আইআইইউসির ষষ্ঠ সমাবর্তন শনিবার, সনদ পাচ্ছেন ৮ হাজার গ্রাজুয়…
  • ২৯ জানুয়ারি ২০২৬