মোদি-পুতিন ফোনালাপের পর ভারতীয় শিক্ষার্থীদের ‘সেফ প্যাকেজ’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন  © আনন্দবাজার

যুদ্ধ শুরুর পর ইউক্রেনের খারকিভে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের উদ্ধারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বুধবার ‘ডেডলাইন’ অতিক্রম হওয়ার আগেই আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের ‘সেফ প্যাসেজ’ দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পশ্চিম সীমান্তের দিকে ট্রেনে যাওয়ার ব্যবস্থা করেছে। দেশটিতে আটকে থাকা ভারতীয় শিক্ষার্থীদের একইভাবে সীমান্তে পাঠানো হবে। ইতিমধ্যে রুশ হামলায় এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেনে ইউক্রেনে।

আরও পড়ুন: ইউক্রেনে নিহত হাদিসুর পড়েছেন চট্টগ্রাম মেরিনে, বলেছিলেন—ভালো আছি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। বিশেষ করে খারকিভে যেসব ভারতীয় আটকে আছেন, তাদের নিরাপদে উদ্ধার করার বিষয়ে তারা আলোচনা করেছেন।

এর আগে জাতিসংঘের সাধারণ সভায় ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলা বন্ধ করার পক্ষে প্রস্তাব নিয়ে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত। এ প্রস্তাবে ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল। আর পাঁচটি দেশ বিপক্ষে ভোট দেয়।


সর্বশেষ সংবাদ