ইউক্রেনে ভারতীয় ছাত্র হত্যার সময়ের ভিডিও প্রকাশ

ক্ষেপনাস্ত্র বিস্ফোরণের আগের দৃশ্য। (লাল বৃত্তের মাঝে ক্ষেপনাস্ত্র
ক্ষেপনাস্ত্র বিস্ফোরণের আগের দৃশ্য। (লাল বৃত্তের মাঝে ক্ষেপনাস্ত্র  © টুইটার

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলায় এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থী নিহত হওয়ার পর একটি ভিডিও সামনে এসেছে। গত মঙ্গলবার (১ মার্চ) ইউক্রেনের খারকিভে তার মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর। তিনি মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলেন নবীন। সেই মুহূর্তে ওই জায়গায় আছড়ে পড়ে রুশ ক্ষেপনাস্ত্র। এতে তার মৃত্যু হয়। খারকিভের প্রশাসনিক ভবনের সামনে এ বিস্ফোরণে নিহত হয়েছেন একাধিক মানুষ। সেখানেই ছিলেন ভারতের উত্তর কর্ণাটকের ওই শিক্ষার্থী।

ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। ওই ছাত্রের এক বন্ধু জানান, খাবার আনতে বেরিয়ে তাঁর বন্ধু নিহত হন। নবীন শেখারাপ্পা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। ফ্ল্যাটটি গভর্নর হাউসের পিছনে। সেখানেই হামলা চালায় রুশ সেনারা।

বিষয়টি নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক টুইট বার্তায় বলেন, মঙ্গলবার সকালে খারকিভে গোলাগুলিতে একজন ভারতীয় ছাত্র প্রাণ হারিয়েছেন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। সূত্র: আনন্দবাজার।


সর্বশেষ সংবাদ