হিজাব খুলেই ক্লাস করতে হলো কর্ণাটকের ছাত্রীদের

কর্ণাটকে হিজাবসহ স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা
কর্ণাটকে হিজাবসহ স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা  © সংগৃহীত

হিজাব বিতর্কের এক সপ্তাহ পর খুলেছে কর্ণাটকের হাইস্কুলগুলো। আদালতের নির্দেশে গতকাল প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্কুল ক্যাম্পাসে ঢোকার আগে শিক্ষার্থীদের হিজাব খুলে ফেলতে বলা হয়েছে। কিছু শিক্ষার্থী হিজাব খুলতে রাজি না হওয়ায় তাদের স্কুলে ঢুকতে দেয়া হয়নি। পরে তারা বাড়িতে ফিরে যান। এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।

হিজাব নিয়ে বর্তমানে বেশ উত্তপ্ত ভারতের রাজনীতির মাঠ। এখনও এ নিয়ে আদালতে শুনানি চলছে। হিজাব পরে ক্লাসে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা এখনও বহাল আছে। এদিকে কাল থেকে  রাজ্যের কলেজ ও ডিপ্লোমা ইনস্টিটিউট খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাই। কলেজ খুলে দেয়ার পাশাপাশি ক্যাম্পাসে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- হিজাব বিতর্কে কর্ণাটকের স্কুল-কলেজ বন্ধ

সম্প্রতি সরকারি কলেজে নির্দিষ্ট পোশাক পরার নিয়ম জারি করা হয়েছে। তবে এর প্রতিবাদ জানিয়ে হিজাব পরার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন মুসলমান ছাত্রীরা। এরই মধ্যে গত মাসে উদুপি জেলায় এক কলেজে ৬ ছাত্রী হিজাব পরে কলেজে যান। তবে নির্দিষ্ট পোশাক না পরায় তাদের কলেজের গেটে আটকে দেওয়া হয়। এ সময় কলেজের ছাত্রীরা ক্লাসে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার জন্য অধ্যক্ষের কাছে দাবি জানান। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার ও শনিবার একদল শিক্ষার্থী হিজাব পরিধানের অনুমতি দেওয়ার দাবিতে মিছিল করে। তবে এর বিরোধিতা করছেন বিজেপি নেতারা। এরই মধ্যে মঙ্গলবার হিজাব পরার দাবিতে বের করা ওই মিছিলের ওপর হামলার ঘটনা ঘটে, যা নিয়ে উত্তেজনা শুরু হয়। এরপরই স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দেয় সরকার।


সর্বশেষ সংবাদ