কানাডায় গাড়ি চাপায় প্রাণ গেল বাংলাদেশী শিক্ষার্থীর

২১ অক্টোবর ২০২১, ১১:৩১ AM
নিহত নাদিয়া ওসমান

নিহত নাদিয়া ওসমান © সংগৃহীত

কানাডার টরন্টোয় সিগনাল পার হওয়ার সময় গাড়ি চাপায় নাদিয়া ওসমান নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিয়া ওসমান টরন্টোর পবার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের শিক্ষার্থী এবং কানাডা প্রাবাসী সিলেটের সুমন মজুমদারের মেয়ে।   

জানা যায়, সিগনাল পার হবার সময় একটি ভ্যানের সঙ্গে নাদিয়ার ধাক্কা লাগে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যায় সে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ৪০ বছর বয়সী ভ্যানচালক ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার জোহরের পর টরন্টোর ইসলামিক রিসার্চ সেন্টারে নাদিয়ার জানাজা শেষে তাকে রিচমন্ড হিলে দাফন করা হবে। এদিকে বাবা মায়ের একমাত্র সন্তান নাদিয়ার মৃত্যুতে কানাডার বাঙালি কমিনিউটিতে শোকের ছায়া নেমে এসেছে।

নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫