পাঞ্জাবের সব স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক
- টিডিসি ডেক্স
- প্রকাশ: ১৮ জুলাই ২০২১, ০৩:৩৪ PM , আপডেট: ১৮ জুলাই ২০২১, ০৩:৫৮ PM
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সব স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে । খবর জিও টিভির।
পাঞ্জাব পাঠ্যপুস্তক বোর্ড এক বিবৃতিতে জানায়, পাঞ্জাব সরকারের ২০১৮ সালের আইন অনুযায়ী কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হয়। সে অনুযায়ী এই প্রদেশের প্রাথমিক স্তরের সব মুসলিম শিক্ষার্থীর জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। পাঞ্জাবের সব মাদ্রাসা, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এই নির্দেশনা বাস্তবায়ন করবে।
পিসিটিবির ৮৩তম বোর্ড সভায় পাঠপরিকল্পনা পুনঃনিরীক্ষণ করা হয়। সভায় প্রাথমিক স্তরে নাজেরা কোরআন পাঠ আলাদা আবশ্যিক বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে। আবশ্যিক এই বিষয়ের জন্য সপ্তাহে তিন থেকে চারটি ক্লাস অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।