ইথিওপিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলায় নিহত ৩৪

১৬ নভেম্বর ২০২০, ১০:৪৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে উঠে গুলি করে ৩৪ জনকে হত্যা করেছেন বন্দুকধারীরা। বেনিশানজুল-গুমুজ অঞ্চলে গতকাল শনিবার রাতে ওই হামলার ঘটনা ঘটে।

রোববার দেশটির জাতীয় মানবাধিকার সংগঠন ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাতে দেশটির দেবাট প্রশাসনিক অঞ্চল তবনিশানজুল-গুমুজে এ হামলার ঘটনা ঘটে।

এতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনার সঙ্গে ইথিওপিয়া ও টিপিএলএফ বাহিনীর লড়াইয়ের কোনো যোগসূত্র আছে কি-না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এক বিবৃতিতে কমিশনের প্রধান ড্যানিয়েল বেকেলে বলেন, সর্বশেষ এ হামলা মানবতার বিরুদ্ধে ভয়াবহ নিষ্ঠুরতার সর্বশেষ সংযোজন, যা আমরা সবাই মিলে বহন করছি।

তিনি বেনিশানগুল-গুমুজ অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আঞ্চলিক ও কেন্দ্রীয় কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান।

ইথিওপিয়ার উত্তরের তিগ্রাই রাজ্যে গত ১২ দিন ধরে স্থানীয় বিদ্রোহী বাহিনীর সঙ্গে সরকারি বাহিনীর তীব্র লড়াই চলছে।

শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, যুদ্ধের কারণে ওই অঞ্চলের ১৪ হাজার ৫০০ বাসিন্দা পালিয়ে প্রতিবেশী সুদানে আশ্রয় নিয়েছে।

বেনাপোল কাস্টমসে অনিয়ম–দুর্নীতির অভিযোগের ১৭ কমিশনার বদলি
  • ০৩ জানুয়ারি ২০২৬
‘ইনকিলাব মঞ্চের ব্যানার ব্যবহার করে কেউ না কেউ ষড়যন্ত্রে লি…
  • ০৩ জানুয়ারি ২০২৬
দ্বৈত নাগরিকত্ব থাকায় শেরপুর-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন…
  • ০৩ জানুয়ারি ২০২৬
শীতার্তদের জন্য জামায়াত আমিরের ক্যাম্পেইন ‘উষ্ণতার আমানত’
  • ০৩ জানুয়ারি ২০২৬
মুস্তাফিজ ইস্যুতে সরকারের হস্তক্ষেপ চাইলেন নোয়াখালীর কোচ সু…
  • ০৩ জানুয়ারি ২০২৬
দুই কারণে এনসিপি থেকে পদত্যাগ দেড় ডজন নেতার, পরবর্তী গন্তব্…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!