জর্জিয়াতেও জিতলেন বাইডেন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২০, ০৯:১৬ AM , আপডেট: ১৪ নভেম্বর ২০২০, ০৯:১৬ AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির বিজয়ী প্রার্থী জো বাইডেন জর্জিয়া অঙ্গরাজ্যেও জয়ী হয়েছেন। এর আগে জর্জিয়া ও ক্যারোলিনা রাজ্যে পুনরায় ভোট গণনা স্থানীয় সময় শুক্রবার বিকেলে শেষ হয়েছে।
এতে জর্জিয়ায় বাইডেন আর ক্যারোলিনায় ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন বলে সিএনএন এ তথ্য প্রকাশ করেছে।
জর্জিয়া রাজ্যে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন পেয়েছেন ১৬টি ইলেকটোরাল ভোট। এ নিয়ে বাইডেনের মোট ভোট হয়েছে ৩০৬টি। আর ক্যারোলিনায় ট্রাম্প পেয়েছেন ১৫ ইলেকটোরাল ভোট। ফলে তার মোট ভোট হল ২৩২টি।
উল্লেখ্য, জর্জিয়াতে দুই প্রার্থীর ব্যবধান সামান্য হওয়ায় রাজ্যটিতে আবারও ভোট গণনা করা হবে। তবে বাইডেন শিবির জানিয়েছে, এতে চূড়ান্ত ফলাফলে কোনও নড়চড় হবে বলে মনে করছে না তারা।
এদিকে ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প ৩০৪ ইলেকটোরাল ভোট পেয়েছিলেন। এবার বাইডেন পেলেন তার চেয়ে ২ ভোট বেশি। তবে ২০০৮ সালে আরেক ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওমাবা ৩৬৫ ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। আর ২০১২’র নির্বাচনে ৩৩২ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ওবামা।