ম্যানসিটিতেই মেসি!

০১ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৩ PM

© ফাইল ফটো

আরেজন্টাইন সুপারস্টার লিওনেল মেসি শুধু বর্তমান সময়েই নয়; অনেকের মতে তিনি সর্বকালের সেরা একজন। আর এমন একজনকে বরণ ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন ম্যানচেস্টোর সিটি। মেসির ম্যানসিটিতে যাওয়া অনেকটাই নিশ্চিত। তবে এখনো অনেক বাধা পেরোতে হবে তাকে।

অপেক্ষটা অবশ্য আর বেশিদিন করতে হবে না। ইতোমধ্যেই মেসির বাবার সাথে আলোচনার প্রস্তাব দিয়েছেন বার্সা প্রেসিডেন্ট বার্তামেউ। হয়তো সেই আলোচনার পরই মেসি ইতিহাদের বিমানে চড়ে পারি জমাবেন লন্ডনে।

বিশ্বের সেরা ফুটবলারকে বরণ করতে তাই ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে ম্যানসিটি। স্প্যানিশ দৈনিক স্পোর্ত বলছে, মেসিকে কিনতে অর্থের জোগানটা ঠিক করে ফেলেছে সিটিজেনরা। আর মেসির জন্য চমকপ্রদ একটা ভিডিওগ্রাফি রেডি করতেও বলা হয়েছে। যেখানে ফুটিয়ে তোলা হবে তার পুরো ক্যারিয়ারের বর্ণিল চিত্রটা। ব্রাজিলিয়ান সাংবাদিক মার্সেলো বেকলারও এক টুইট বার্তায় এমনটা জানিয়েছেন।

আগামী বুধবার অনুষ্ঠিত হবে বৈঠক। এত মেসি সরাসরি উপস্থিত থাকবেন না। তার পক্ষ থেকে মেসির বাবা জর্জে থাকবেন বার্তামেউর আলোচনার টেবিলে। সেখানেই হয়তো সুরাহা হবে মেসি কীভাবে যাবেন বা কীভাবে যেতে হবে। মূলত আইনি যে ঝামেলা, সেটা মিটমাট করতেই এই মিটিংয়ে বসা। সেক্ষেত্রে মিটিং ফলপ্রসূ হলে মেসির যাওয়াও সময়ের ব্যাপার হয়ে যাবে।

এসব বিবেচনায় আনলে বুধবারের মিটিং ফুটবল দুনিয়ার জন্য একটু স্পেশাল। আর যদি সমাধানে না পৌঁছা যায় তাহলেও খুলতে পারে নতুন দুয়ার। সেটা হলো আদালত। তাই সবার চোখ থাকবে বুধবারের ওই মিটিংয়ের দিকে। এই মুহূর্তে দু’পক্ষই নিজেদের অবস্থান থেকে অনড়। মেসির আইনজীবী বলছেন, লিও যে সময় বার্সাকে বুরোফ্যাপে ‘না’ বলল, সেটা উপযুক্ত ছিল। করোনার কারণে পুরোনো শর্তটা কাজে লাগার কথাও নয়।

অন্যদিকে বার্সার যুক্তি, নিয়ম অনুযায়ী মেসিকে জুনের ১০ তারিখের মধ্যে জানানোর কথা ছিল, কিন্তু তিনি সেটা করেননি। তাই পুরো রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো না দিয়ে যাওয়া যাবে না। এদিকে মিটিংয়ে যদি কোনোরকম সুরাহা না হয়, বিষয়টি গড়াতে পারে আদালত পর্যন্ত। আইন অনুযায়ী আদালতে বার্সা নয়, মেসিই দিন শেষে জিতবেন। যেমনটা বলছে স্পেনের একদল আইনজীবী। তা ছাড়া আরেকটি মাধ্যম বলছে, মেসির সঙ্গে বার্সার সর্বশেষ চুক্তিতে তিন বছর পর কোনো রিলিজ ক্লজ থাকবে না বলেও জানানো হয়। সে অনুযায়ী মেসি তিন মৌসুম খেলেও ফেলেছেন, তাই চাইলেই ফ্রিতে নতুন ক্লাবে যোগ দিতে পারবেন। ইএসপিএন সূত্র বলছে, আইন অনুযায়ী মেসির ফ্রিতে ক্লাব ছাড়ার একটাই পথ, সেটা হলো তাকে কথা দিতে হবে পরের মৌসুম কোনো ম্যাচ খেলবে না। এতসব যুক্তিতর্কের সমাধানসূত্র খুঁজতেই বুধবারের মিটিং।

ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সুখবর পেলেন বিএনপির এক নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঢাবি-রাবি-চবিকে ছাড়িয়ে কুবিতে ভর্তি পরীক্ষায় আসনপ্রতি প্রতি…
  • ৩০ জানুয়ারি ২০২৬