কোয়ারিন্টিনে থাকা ৪ হাজার তাবলিগ সদস্যকে ছাড়বে দিল্লি

০৭ মে ২০২০, ০৯:২৫ AM

© সংগৃহীত

ভারতে করোনা পরিস্থিতিতে মেয়াদ শেষ হওয়ায় কোয়ারিন্টিন থেকে ৪ হাজার তাবলিগ জামাত সদস্যকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। সূত্র জানায়, নিজামউদ্দিনের তদন্ত চলার কারণে কোয়ারিন্টিনে থাকা কয়েক জনকে দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বাকিদের এবার বাড়িতে ফেরত পাঠানো হবে।

দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দর জৈন বলেন, পুলিশের তদন্তে যাঁদের প্রয়োজন নেই, সেই জামাত সদস্যদের এবার বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে। গত মার্চের শেষ সপ্তাহে দিল্লির নিজামউদ্দিন মার্কাজ থেকে কয়েক হাজার তাবলিগ জামাত সদস্যকে সরানো হয়। কেন্দ্রের নির্দেশ অগ্রাহ্য করে, দিল্লি পুলিশের নাকের ডগায় সেখানে কয়েক দিন ধরে ধর্মীয় সমাবেশ চলছিল। সেসময় পরীক্ষায় প্রায় এক হাজার তাবলিগ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়ে। বাকি আরও কয়েক হাজার জনকে দিল্লির বিভিন্ন কেন্দ্রে কোয়ারিন্টিনে পাঠানো হয়।

জানা যায়, ৯০০ তাবলিগ সদস্যের বাড়ি দিল্লিতেই। আগে তাঁদেরই বাড়ি ফেরার ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছে দিল্লি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামাতের কয়েক জন সদস্য বেপাত্তা হওয়ায়, নিজামউদ্দিন মার্কাজের প্রধান, মৌলনা সাদের বিরুদ্ধ ইতিমধ্যে মামলা শুরু হয়েছে।

আগামীকাল থেকে ইআবির অধীনে কামিল পরীক্ষা শুরু
  • ০২ জানুয়ারি ২০২৬
ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ, শুরু কখন—জানালেন আবহাওয়াবিদ
  • ০২ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ…
  • ০২ জানুয়ারি ২০২৬
জিয়া উদ্যানে শোকের আবহ, খালেদা জিয়ার কবর জিয়ারতে নেতাকর্মীদ…
  • ০২ জানুয়ারি ২০২৬
সীমান্তে নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা
  • ০২ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, কর্মস্থল ঢাকা
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!