করোনা ঠেকাতে রমজানে বেশি করে ইবাদত করার আহবান নরেন্দ্র মোদির

  © এনডিটিভি

ঈদের আগেই করোনাভাইরাস থেকে মুক্তি পেতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে আহবান জানিয়েছেন, রমজানে আরও বেশি করে ‘ইবাদত’ করার জন্য। তিনি রোববার বেতার অনুষ্ঠান ‘মন কি বাত'-এ জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সময় এ আহবান জানান।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতি মাসের শেষ রোববার এই ভাষণ দেন তিনি। এবারের ‘মন কি বাত'-এ প্রধানমন্ত্রী করোনাভাইরাসের সংক্রমণ নিয়েই কথা বলেন।

তিনি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে আহবান জানান রমজানে আরও বেশি করে ‘ইবাদত’ করার জন্য। বলেন, মুসলিমদের উচিত বেশি করে ‘ইবাদত’ করা, যাতে ইদের আগেই বিশ্ব করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত হয়।

নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি নাগরিক এই লড়াইয়ের যোদ্ধা। এই কঠিন সময়ে গোটা দেশ একসঙ্গে এগোচ্ছে। সবাই একে অপরের সাহায্য করছে। এমন মনে হচ্ছে দেশজুড়ে মহাযজ্ঞ চলছে। কেউ গরিবদের মুখে খাবার তুলে দিচ্ছেন। কেউ বা অভাবীদের পাশে দাঁড়াচ্ছেন এবং বিনামূল্যে সবজি বিতরণ করছেন। করোনার বিরুদ্ধে আমাদের লড়াই জনতা পরিচালিত।’

পাশাপাশি মাস্কের প্রয়োজনীয়তা নিয়েও বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, মাস্ক জীবনের অংশ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে এটা অত্যন্ত প্রয়োজনীয়।

প্রসঙ্গত, ইসলামের ক্যালেন্ডারের হিসেবে বছরের নবম মাস রমজানের। এবছরের রমজান সবে শুরু হয়েছে। রমজানের মাসে মুসলিমরা রোজা রাখেন ও ইবাদত করেন।

রোজা রাখার পাশাপাশি সকলে কোরানও পড়েন। বিশ্বাস করা হয়, এই পবিত্র মাসে আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং বেহেশতের দরজা খুলে দেন।


সর্বশেষ সংবাদ