১৫ বছর পর পুরুষ হয়ে গ্রামে ফিরল কিশোরী, সঙ্গে স্ত্রী-সন্তান (ভিডিও)

১৪ মার্চ ২০২০, ০৮:৩৭ AM

© সংগৃহীত

মাদারিপুরের এক গ্রামে হেনা নামে নামের যে কিশোরী হাসত খেলত, সে-ই ১৫ বছর পর পুরুষে রূপান্তরিত হয়ে গ্রামে ফিরেছেন স্ত্রী ও সন্তান সঙ্গে নিয়ে। শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামে ঘটে এ ঘটনা। বর্তমানে ওই ব্যক্তির বয়স ৩০ বছর। এক সপ্তাহ আগে সে তার স্ত্রী ও সন্তান নিয়ে গ্রামের বাড়িতে আসেন। এমন ঘটনায় তাকে এক নজর দেখতে প্রতিনিয়ত বিভিন্ন গ্রাম থেকে উৎসুক মানুষ ভীড় করছেন ওই বাড়িতে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে শিবচর উপজেলার নিলখী ইউপির চেয়ারম্যান ওয়াসিম মাতুব্বর বলেন, সেকান্দার খানের মেয়ে হেনা ১৫ বছর পর এলাকায় ছেলেতে রূপান্তর হয়ে এসেছে। সে সঙ্গে করে দুই স্ত্রী ও এক সন্তান নিয়ে এসেছে।

এক কালের সেরেলা আক্তার হেনা পুরুষ হয়ে ওঠার পর নিজের নাম বদলে রাখেন সেলিম রেজা। সেলিম রেজা বলেন, “আমি মেয়ে হয়েই জন্মেছিলাম। যখন থেকে একটু বুঝতে শিখি তখন লক্ষ্য করতাম অন্য মেয়েদের মত আমার মেয়েলি পরিবর্তন হচ্ছে না।

প্রায় আট বছর আগে আমার মধ্যে ব্যাপক পরিবর্তন শুরু হলে চিকিৎসকের কাছে যাই। তারা বলেন, ‘এটা হরমোনজনিত সমস্যা।’ হরমোনজনিত হোক বা যেকোন রোগের জন্যই হোক সৃষ্টিকর্তা আমাকে মেয়ে থেকে সম্পূর্ণ পুরুষে রূপান্তরিত করে দিয়েছেন। আমি বিয়ে করেছি। আমার একটি ছেলেও রয়েছে। একজন পুরুষ যেভাবে চলাফেরা করে আমিও সেভাবেই চলাফেরা করছি।

প্রতিবেশী আসমা বেগম বলেন, সেলিম আগে মেয়ে ছিল। নাম ছিল হেনা। আমাকে নানি বলত। আমার কাছে অনেক থাকত। ঢাকা যাওয়ার পর সেখানেই ওর শারীরিক পরিবর্তন হয়। ও বিয়ে করে স্ত্রী ও সন্তান নিয়ে কয়েক দিন হলো গ্রামে এসেছে।

প্রতিবেশী আলম খান বলেন, ওরা ঢাকা থাকা অবস্থায় আমার সাথে ফোনে যোগাযোগ করত। ও মেয়ে থেকে পুরুষে রুপান্তর হওয়ার খবর আমাকে জানিয়ে বলেছিল ‘চাচা আল্লাহ যেহেতু আমাকে মেয়ে থেকে পুরুষ বানিয়ে দিয়েছেন তাহলে আর ঢাকা থাকব না। গ্রামে এসে প্রয়োজনে দিন মজুরি করে বাবা মায়ের ভরণপোষণ করব।

পাশের গ্রামের আতাউর রহমান বলেন, একটি মেয়ে ছেলে হয়ে গেছে শুনে তাকে দেখতে এসেছি। তার কণ্ঠ শুধু মেয়ের মত, চলাফেরা পুরুষের মতই। আবার তার স্ত্রী ও সন্তান দেখলাম।

সত্যিই এটা অবাক করা ব্যাপার, আমার মত অনেক মানুষ তাকে দেখতে আসছে।

তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ
  • ০২ জানুয়ারি ২০২৬
‘এখন উনারা ভোট করবো কারে লই?’
  • ০২ জানুয়ারি ২০২৬
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!