পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ২৯ জার্মান পর্যটকের মৃত্যু

  © বাসস

পর্তুগালের মাদেইরা দ্বীপে একটি বাস দুর্ঘটনায় ২৯ জার্মান পর্যটক নিহত হয়েছেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে একটি বাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খেলে হতাহতের এ ঘটনা ঘটে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

আকাশ থেকে তোলা ফুটেজে দেখা গেছে বাসটির ভগ্নাংশ পাহাড়ি এলাকার একটি ভবনের বিপরীত দিকে বিপজ্জনক অবস্থায় রয়েছে। গাড়িটির ছাদ আংশিক ধ্বংস ও জানালা ভেঙ্গে গেছে। উদ্ধারকর্মীরা ঝোঁপঝাড়ের মধ্যে আহত যাত্রীদের কাছে পৌঁছেছে।

সেখানে গাড়িটি অবস্থান করছিল। অনেকের মাথায় রক্তাক্ত ব্যান্ডেজ বাঁধা ছিল ও তাদের পোশাক রক্তমাখা। অন্যরা মারাত্মকভাবে আহত হয়েছে। খবর: এএফপি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের অধিকাংশের বয়স ৪০ ও ৫০ এর কোঠায়। মাডেইরার আঞ্চলিক সুরক্ষা সংস্থা এই ঘটনায় ২৮ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে। হাসপাতাল র্কর্তৃপক্ষ চিকিৎসাধীন অবস্থায় আরো একজন নারীর মৃত্যুর কথা জানিয়েছে। বাসটিতে ৫০ জন যাত্রী ছিল।


সর্বশেষ সংবাদ