জেলেনস্কিকে নিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের আয়োজন চলছে। তিনি আরও দাবি করেছেন, ওই বৈঠকের পর দুই নেতাকে সঙ্গে নিয়ে তিনি নিজে একটি ত্রিপাক্ষিক বৈঠকে বসবেন।
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আজ ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি ছিল প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসানের জন্য খুবই ভালো এবং প্রাথমিক একটি পদক্ষেপ।’
তিনি জানান, ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
ট্রাম্প আরও লেখেন, ‘রাশিয়া ও ইউক্রেনের শান্তির সম্ভাবনা নিয়ে সবাই খুবই আশাবাদী। বৈঠকের শেষে আমি প্রেসিডেন্ট পুতিনকে ফোন করি এবং পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের প্রক্রিয়া শুরু করি। সেই বৈঠক সম্পন্ন হলে, আমরা একটি ত্রিপাক্ষিক বৈঠক করব, যেখানে থাকবেন প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট জেলেনস্কি এবং আমি।’
উল্লেখ্য, এর আগে প্রেসিডেন্ট পুতিন সরাসরি জেলেনস্কির সঙ্গে একান্ত বৈঠকে বসতে অনীহা প্রকাশ করেছিলেন।