ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০১:০১ PM
ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাত দিয়ে আল–জাজিরার খবরে বলা হয়, বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় খোলার জন্য এখনো কোনো দিন বা তারিখ নির্ধারণ করা হয়নি। বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে, চেক-ইন কাউন্টার ও যাত্রী লাউঞ্জগুলো ফাঁকা। ফ্লাইট তথ্য বোর্ডে সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে।
আরও পড়ুন: আকাশসীমা বন্ধ ঘোষণা করল ইরান, সব ফ্লাইট স্থগিত
শনিবার স্থানীয় সময় বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির অবনতি, আকাশপথে হুমকি এবং আঞ্চলিক উত্তেজনার কারণে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
ঘোষণার পরপরই বিমানবন্দরে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়। বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে কিংবা অন্যত্র স্থানান্তর করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, চলমান মধ্যপ্রাচ্য সংকট ও সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।