ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১১:১৩ AM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ১১:১৩ AM

ভারতে তিন দিনের মাথায় ফের প্রশিক্ষণের সময় বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বুধবার (২ এপ্রিল) রাতে গুজরাতের জামনগর বিমানঘাঁটির কাছে বিধ্বস্ত হয় বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
প্রশিক্ষণ কাজে ব্যবহৃত যুদ্ধবিমানটি জামনগর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুভারদা গ্রামের একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার আগে একজন পাইলট বিমান থেকে নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। অন্যজনকে গ্রামবাসীরা মৃত অবস্থায় খুঁজে পেয়েছেন। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীসহ জরুরি কর্মীদের দল মোতায়েন করা হয়েছে। বিমানে থাকা দ্বিতীয় পাইলট মারা গেছেন।
আরও পড়ুন: ছাত্রলীগের মিছিলের পর সিলেটের সাবেক মেয়রের বাসায় হামলা-ভাঙচুর
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। এরপরই ঘটনাস্থলে ঘন ধোঁয়া দেখেছেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় ভারতের গুজরাতে একটি খোলা মাঠে আছড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে বেসরকারি প্রশিক্ষণ একাডেমির একটি ছোট বিমান। এ ঘটনায় এক নারী প্রশিক্ষণার্থী পাইলট আহত হয়েছেন। মেহসানা শহরের কাছাকাছি উচারপি গ্রামে একটি খোলা মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নারী প্রশিক্ষণার্থী পাইলট অলৌকিকভাবে বেঁচে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া