চলে গেলেন বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান

বক্সিং রিংয়ে জর্জ ফোরম্যান
বক্সিং রিংয়ে জর্জ ফোরম্যান  © সংগৃহীত

বক্সিং কিংবদন্তির জর্জ ফোরম্যান মারা গেছেন। দুবারের হেভিওয়েট এ বিশ্বচ‍্যাম্পিয়ন স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) যুক্তরাষ্ট্রে তার বাড়িতেই মারা যান।

শুক্রবার তার মৃত্যুর সংবাদ পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

ফোরম্যানের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে তার পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘‌হৃদয়বিদারক খবর। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় জর্জ এডওয়ার্ড ফোরম্যান আর নেই। ২১ মার্চ তিনি মারা গেছেন।’‌

ফোরম্যানের বয়স হয়েছিল ৭৬ বছর। তার ক্যারিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য ও স্থায়ী ছিল। ১৯৬৮ সালে অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন ফোরম্যান। ২১ বছরের ব্যবধানে দুবার বিশ্ব হেভিওয়েট শিরোপা জিতেছিলেন তিনি। দ্বিতীয়বার যখন জেতেন, তখন তিনি ৪৫ বছর বয়সী, যা ইতিহাসের সবচেয়ে বয়স্ক চ্যাম্পিয়নের গৌরব অর্জন।

বিশ্বনন্দিত এই মার্কিন এই খেলোয়াড় জায়গা পেয়েছিলেন আন্তর্জাতিক বক্সিংয়ের হল অব ফেমে।

১৯৭৩ সালে ফোরম্যান প্রথম হেভিওয়েট বিশ্বচ্যাম্পিয়ন হন। সেবার হারিয়েছিলেন অপ্রতিরোধ্য জো ফ্রেজিয়ারকে। কিন্তু ১৯৭৪ সালে তিনি হেরে গিয়েছিলেন বক্সিংয়ে সেরা কিংবদন্তি মোহম্মদ আলীর কাছে। এরপর আচমকাই তিনি বক্সিং থেকে উধাও হয়ে যান। ১৯৯৪ সালে রিংয়ে আচমকা ফেরেন তিনি। সেবার হেভিওয়েটে বিশ্বচ্যাম্পিয়ন হন মাইকেল মুরেরকে হারিয়ে। ১৯৯৭ সালে তিনি খেলা থেকে অবসর নেন।

১৯৭৪ সালের ৩০ অক্টোবর। কিংবদন্তি মোহম্মদ আলির সঙ্গে ‘রাম্বল ইন দ্য জাঙ্গল’-এ রিংয়ে ওঠেন জর্জ ফোরম্যান। প্রস্তুত কঙ্গোর কিনসাসায় টাটা রাফায়েল স্টেডিয়াম। গ্যালারিতে ৬০ হাজার দর্শক, টিভির পর্দায় ১০০ কোটির বেশি। মোহাম্মদ আলী বনাম জর্জ ফোরম্যানের সেই বিখ্যাত লড়াই সবার মনে গেঁথে আছে।

অনেকের চোখেই ‘তর্কযোগ্যভাবে বিংশ শতাব্দীর সেরা ক্রীড়া ইভেন্ট’ ছিল সেটি। সেই কাঙ্ক্ষিত লড়াইয়ে জয় পাওয়া মোহাম্মদ আলী মারা গেছেন ২০১৬ সালে। এবার চলে গেলেন জর্জ ফোরম্যানও।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence