প্রেমিকার শর্তপূরণে বাঘের খাঁচায় যুবক! অতঃপর... 

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৭ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
প্রেমিকার শর্তপূরণে বাঘের খাঁচায় যুবক

প্রেমিকার শর্তপূরণে বাঘের খাঁচায় যুবক © ভিডিও থেকে সংগৃহীত

ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস। প্রেমিক-প্রেমিকারা ব্যস্ত প্রিয়জনকে চমকে দেওয়ার নানা পরিকল্পনায়—ফুল, চকোলেট, টেডি বিয়ার উপহার দিয়ে মন জয়ের চেষ্টা। তবে ভারতের গুজরাটের আহমেদাবাদে এক যুবক প্রেমিকাকে মুগ্ধ করতে যা করলেন, তা রীতিমতো অবিশ্বাস্য! প্রেমের পরীক্ষা দিতে ঝাঁপ দিলেন বাঘের খাঁচায়!

ঘটনাটি ঘটে আহমেদাবাদের কানকারিয়া চিড়িয়াখানায়। গত ৯ ফেব্রুয়ারি ২৬ বছর বয়সী উত্তরপ্রদেশের বাসিন্দা এবং বর্তমানে আহমেদাবাদের রাখিয়াল এলাকার এক যুবক, প্রেমিকাকে ইমপ্রেস করতে চেয়েছিলেন এক চরম ঝুঁকিপূর্ণ কাণ্ড ঘটিয়ে!

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবক যখন খাঁচায় ঢোকার চেষ্টা করছিলেন, তখন বাঘও তাকে লক্ষ্য করে হামলার জন্য প্রস্তুত ছিল। একসময় পা পিছলে গেলে যুবক প্রায় পড়ে যাচ্ছিলেন! তবে শেষ মুহূর্তে কর্মীরা তাকে টেনে তুলে নিরাপদে নিয়ে আসেন। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।  

মণিনগর থানার পরিদর্শক ডি পি উনাদকাট জানান, জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক বলেন, আমার প্রেমিকা ফোনে বলেছিল, যদি সত্যিই সাহস থাকে, তাহলে বাঘিনীর খাঁচায় ঢুকে দেখাও। তাই আমি এমনটি করেছি!

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, যুবকটি প্রথমে একটি গাছ বেয়ে উঠে যান এবং ধীরে ধীরে বাঘিনীর খাঁচার দিকে নামতে থাকেন। বাঘিনীর দৃষ্টি পড়ে তার দিকেই, ধেয়ে আসতে থাকে সে। কিন্তু খাঁচার একেবারে ভেতরে নামার আগেই চিড়িয়াখানার কর্মীরা ছুটে এসে তাকে আটকায়।

চিড়িয়াখানার পক্ষ থেকে মণিনগর থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তির নিজের জন্যই নয়, চিড়িয়াখানার অন্যান্য দর্শনার্থীদের জন্যও বিপজ্জনক হতে পারে।  

মণিনগর থানার পরিদর্শক ডি পি উনাদকাট বলেন, এটি শুধুই প্রেমের পাগলামি নয়, এটি একটি আইনভঙ্গের ঘটনা। আমরা দ্রুতই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

ঘটনার ভিডিও ইতোমধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। কেউ বলছেন, এটাই আসল প্রেম! আবার কেউ বলছেন, ভালোবাসা মানে আত্মহত্যা নয়!

এক নেটিজেনের মন্তব্য—প্রেমিকার মন জিততে গিয়ে নিজের প্রাণ হারানোর দশা হয়েছিল! ভাগ্য ভালো, শেষমেশ উদ্ধার হয়েছে।

ট্যাগ: কলকাতা
সকালে ঘুম থেকে উঠেই পানি খাওয়ার অভ্যাস কতটা স্বাস্থ্যকর?
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইলন মাস্কের ‘গ্রকিপিডিয়া’র তথ্য দেখাচ্ছে চ্যাটজিপিটির উত্তরে
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোট নিয়ে সরকারি প্রচারণার পরেও মানুষ কতটা বুঝতে পারছে?
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণায় সব ব্যাংক শাখায় ব্যানার ট…
  • ২৭ জানুয়ারি ২০২৬
রেকর্ড মাত্রার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৮ জনের মৃত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে দলবলসহ জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬