১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত, অপেক্ষায় আরও ৩৫ জন

১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ পুলিশের অপরাধ শাখা সেখানে গ্রেপ্তার ১৫ বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠিয়েছে। এছাড়া আরও অন্তত ৩৫ বাংলাদেশিকে আগামী মার্চের মধ্যে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। বুধবার আহমেদাবাদ পুলিশের সহকারী কমিশনার ভারত প্যাটেল এই তথ্য জানিয়েছেন।

আহমেদাবাদ পুলিশের এই কর্মকর্তা বলেছেন, গত বছর আহমেদাবাদের চাদোলা লেকের কাছের একটি এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশের অপরাধ শাখা। এই অভিযানে প্রায় ৫০ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন কন্যা শিশুও ছিল।

আরো পড়ুন: সাউথইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ

গ্রেপ্তারকৃত অভিবাসীদের কাছ থেকে ভুয়া আধার কার্ডসহ ভারতীয় জাল নথিপত্র উদ্ধার করা হয়। পরে পুলিশের তদন্তে আহমেদাবাদে বাংলাদেশি নারী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের মাধ্যমে সেখানে পতিতাবৃত্তিতে জড়িত চক্রের সন্ধান পাওয়া যায়।

এই চক্রের সদস্যরা বাংলাদেশ থেকে নারী ও তরুণীদের পাচারের পর সেখানে পতিতাবৃত্তিতে বাধ্য করেন। পরে উদ্ধারকৃতদের বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ পাওয়ার পর ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে আহমেদাবাদ পুলিশ।

দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারি অপ্রাপ্তবয়স্ক কন্যাশিশুসহ ১৫ বাংলাদেশি অভিবাসীকে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সফলভাবে প্রত্যাবাসন করা হয়েছে। আগামী মার্চের মাঝে আরও ৩৫ বাংলাদেশিকে ভারত থেকে নিজ দেশে প্রত্যাবাসন করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আহমেদাবাদ পুলিশের সহকারী কমিশনার ভারত প্যাটেল বলেছেন, পতিতাবৃত্তিতে জড়িত নারীদের এই কাজে বাধ্য করতেন দালালরা। সেখান থেকে পাওয়া অর্থ ব্যবসা-বাণিজ্যের আড়ালে বাংলাদেশে পাঠানো হতো।

মানবপাচার চক্রের নেটওয়ার্ক ও বাংলাদেশে অর্থ পাঠানোর বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, দিল্লির দ্বারকা জেলা পুলিশ অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে ১৬ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক বলে ধারণা করছে দিল্লি পুলিশ।

সূত্র: এএনআই

সকালে ঘুম থেকে উঠেই পানি খাওয়ার অভ্যাস কতটা স্বাস্থ্যকর?
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইলন মাস্কের ‘গ্রকিপিডিয়া’র তথ্য দেখাচ্ছে চ্যাটজিপিটির উত্তরে
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোট নিয়ে সরকারি প্রচারণার পরেও মানুষ কতটা বুঝতে পারছে?
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণায় সব ব্যাংক শাখায় ব্যানার ট…
  • ২৭ জানুয়ারি ২০২৬
রেকর্ড মাত্রার তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ১৮ জনের মৃত…
  • ২৭ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে দলবলসহ জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা
  • ২৭ জানুয়ারি ২০২৬