কলকাতা বিমানবন্দরে ভয়াবহ আগুন

কলকাতা বিমানবন্দরের একটি অংশে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে
কলকাতা বিমানবন্দরের একটি অংশে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে  © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে আগুন লাগার খবর পাওয়া গেছে। জানা যায়, ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায় এবং বেশ কিছুটা অংশে তা ছড়িয়ে পড়ে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে কলকাতা বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী ফ্লেক্সে। আচমকা দাউ দাউ করে জ্বলে ওঠে ফ্লেক্স। সেখান থেকে আশপাশের জিনিসপত্রে আগুন ছড়িয়ে পড়ে।

বিমানবন্দর সূত্রে খবর, আবর্জনা ফেলার জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল। এতে বিমানের ওঠানামায় সমস্যা হয়নি। তবে সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, বিমানবন্দরের মালপত্র রাখার জায়গায় আগুন ধরে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
 
আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই মতো দমকলের একটি ইঞ্জিন পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে। 
খবর আনন্দবাজার


সর্বশেষ সংবাদ