আইনি বাধ্যবাধকতা পালন করতে টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ PM

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। সোমবার (২০ জানুয়ারি) ওভাল অফিসে তিনি এতে স্বাক্ষর করেন। খবর বিবিসির।
স্বাক্ষরের পর সাংবাদিকদের তিনি বলেন, টিকটকের বিষয়ে প্রতিটি ধনী মানুষ আমাকে ফোনকল করেছেন।
ট্রাম্প বলেন, গত বছর কংগ্রেসে পাস হওয়া ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরিত টিকটক নিষিদ্ধ বা মালিকানা বিক্রির আইনটি ওই সময়ের মধ্যে কার্যকর করবে না যুক্তরাষ্ট্র।
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ একটি বিলে সই করে সেটি আইনে পরিণত করেন। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, যে সময়ে এটা বন্ধ করা হয়েছিল তা দুঃখজনক।
যুক্তরাষ্ট্রে শনিবার টিকটক বন্ধ হয়ে গেলেও রবিবার আবার চালু হয়েছে।
উল্লেখ্য স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর যেসব নির্বাহী আদেশে সই করেন তার মধ্যে একটি হলো যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি। আর একটি জন্মসূত্রে নাগরিকত্ব আইন সংক্রান্ত। এগুলো সই করার পরে ট্রাম্প বলেন, এটি একটি বিশাল সিদ্ধান্ত।