রেললাইনে বসে পাবজি খেলার সময় ট্রেনে কাটা পড়ল ৩ কিশোর

রেললাইন
রেললাইন  © সংগৃহীত

রেললাইনের ওপরে বসে একমনে মোবাইল গেম খেলছিল তিন কিশোর। তিনজনেরই কানে ছিল হেডফোন। ফলে বাইরের জগতে কী হচ্ছে না হচ্ছে, সে বিষয়ে কারও খেয়াল ছিল না। হঠাৎ ট্রেন এসে পড়ায় রেললাইনে কাটা পড়ে মৃত্যু হয়েছে তিনজনের। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বিহারের পশ্চিম চম্পারন জেলায় ঘটা এ মর্মান্তিক ঘটনায় নিহত তিন কিশোর হলো ফুরকান আলম, সমীর আলম ও হাবিবুল্লাহ আনসারী। পুলিশ সূত্রে জানা গেছে তারা তিনজনেই রেললাইনের ধারের বস্তি এলাকার বাসিন্দা। অবশ্য ঠিক কোন পরিস্থিতিতে এমন দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৃহস্পতিবার রেললাইনের একেবারে মাঝবরাবর বসেছিল তিন কিশোর। কানে হেডফোন দিয়ে মোবাইল গেমে বুঁদ হয়ে ছিল তারা। দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের শব্দও তাই শুনতে পায়নি তারা। ট্রেন একেবারে কাছে চলে আসার পর আর কিছু করার ছিল না। ফলে তিনজনই একসঙ্গে ট্রেনে কাটা পড়ে।

আ্ররও পড়ুন: বাংলাদেশ থেকে গুন্ডা ঢোকানো হচ্ছে পশ্চিমবঙ্গে: মমতা বন্দ্যোপাধ্যায়

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান ওই কিশোরদের পরিবারের সদস্যরা। লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশও।

এ বিষয়ে এসডিপিও বিবেক দীপ বলেন, মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য তাদের লাশ পাঠানোর ব্যবস্থা করছি। পরিবারের সদস্যদের বক্তব্যও রেকর্ড করা হবে। কোন পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রেললাইনে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন তারা।

এদিকে অনিরাপদ পরিবেশে বিশেষ করে রেলপথে মোবাইল গেম খেলার বিপদ সম্পর্কে উদ্বেগ দেখা দিয়েছে। অভিভাবকদের তাদের শিশুদের গেমিং অভ্যাস নিরীক্ষণ করার জন্য এবং ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি রোধ করতে পাবলিক স্পেসে সতর্ক থাকার গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence