ট্যাংক নিয়ে সিরিয়ায় ঢুকে পড়ল ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি বাহিনী সিরিয়ায় প্রবেশ করেছে
ইসরায়েলি বাহিনী সিরিয়ায় প্রবেশ করেছে  © সংগৃহীত

সিরিয়ায় দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদের পতনের পর রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি একেবারেই বদলে গেছে। বিদ্রোহীদের দখলে এখন দেশটির বেশির ভাগ অঞ্চল। বিদ্রোহীদের বিজয়ের পর ইসরায়েলি বাহিনী সিরিয়ার গোলান মালভূমিতে প্রবেশ করেছে।

রবিবার (৮ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ছাড়াও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মেহের নিউজ। এসব প্রতিবেদনে বলা হয়, এর মধ্য দিয়ে গত ৫০ বছরের মধ্যে এই প্রথম সিরিয়ায় এভাবে প্রবেশ করলেন ইসরায়েলি সেনারা। 

সংবাদমাধ্যম মানার নিউজ বলছে, রোববার সকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সীমান্ত বেড়া অতিক্রম করে গোলান মালভূমি (মাউন্ট হারমন) এলাকায় প্রবেশ করে ইসরায়েলি ট্যাংক। তবে এটি বাফার জোন বলে দাবি করছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

ইসরায়েলকে ১৯৭৪ সালের যুদ্ধবিরতি রেখাভিত্তিক একটি নতুন প্রতিরক্ষা রেখা প্রতিষ্ঠা করতে হয়। এই নিয়ন্ত্রণরেখা অধীকৃত গোলান মালভূমি এলাকায় অবস্থিত। ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অংশ দখল করে। ১৯৮১ সালে সেটির পুরোটাই তারা নিয়ন্ত্রণে নেয়। তবে কিছু বাফার জোন ছিল।

আরও পড়ুন: পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী, সহায়তার ঘোষণা

গত ২৬ নভেম্বর নতুন করে আসাদ বাহিনীর ওপর হামলা চালাতে শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম। প্রথমে আলেপ্পো শহর দখলের পর দ্রুত রাজধানী দামেস্কের দিকে এগোতে থাকে তারা। এরপর মাত্র ১১ দিনের মাথায় রবিবার দামেস্ক ‘মুক্ত’ করার ঘোষণা দিল বিদ্রোহীরা। এ ঘোষণার মধ্য দিয়ে কার্যত সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান ঘটল।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটি ব্যক্তিগত হেলিকপ্টারে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বাশারের দামেস্ক ছেড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে। এরপর সিরিয়া নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence