যেসব সরকারি চাকরিজীবিদের চাকরিচ্যুত করতে চান ইলন মাস্ক, তালিকা প্রকাশ

সরকারি ব্যয় কমানোর বিভিন্ন পরিকল্পনা প্রকাশ করেছেন ইলন মাস্ক
সরকারি ব্যয় কমানোর বিভিন্ন পরিকল্পনা প্রকাশ করেছেন ইলন মাস্ক  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয়ের লাগাম টেনে ধরার দায়িত্ব পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সরকারি কর্মদক্ষতা বিভাগের নেতৃত্ব দেবেন মাস্ক। বিবেক রামাস্বামীর সঙ্গে এ দায়িত্ব পালন করবেন তিনি। দায়িত্ব গ্রহণের আগেই কাজ শুরু করে দিয়েছেন এই ধনকুবের। তিনি বলছেন, যুক্তরাষ্ট্র দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। এ অবস্থায় সরকারি ব্যয় কমানোর বিভিন্ন পরিকল্পনা প্রকাশ করেছেন মাস্ক।

যুক্তরাষ্ট্রের আমলাতান্ত্রিক জটিলতা দূর করা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং বিভিন্ন সরকারি সংস্থা পুনর্গঠন লক্ষ্যে কাজ শুরু করেছেন ইলন মাস্ক। এবার তিনি এক্সে কয়েক জন সরকারি চাকরিজীবীর নাম প্রকাশ করলেন যাদের তিনি ছাঁটাই করতে চান।

সরকারি কর্মদক্ষতা বিভাগে ইলন মাস্কের সঙ্গে কাজ করবেন বিবেক রামাস্বামী। দুজন দায়িত্ব পাওয়ার পর অনেক সরকারি কর্মচারী বুঝতে পেরেছিলেন, তারা চাকরি হারাতে যাচ্ছেন। এই নাম প্রকাশ তাদের এ আশঙ্কা যেন সত্যি হলো।

মাস্ক একটি এক্স অ্যাকাউন্টের পোস্ট রিপোস্ট করেন। সেখানে জলবায়ু সম্পর্কিত কিছু সরকারি পদে কর্মরত ব্যক্তিদের নাম ও পদবির বিস্তারিত প্রকাশ করা হয়েছিল। মাস্কের রিপোস্টের পর পোস্টটি ভাইরাল হয়ে যায়। তাদের চাকরিকে ‘ভুয়া চাকরি’ আখ্যায়িত করা হয়। লাখো মানুষ পোস্টে নেতিবাচক মন্তব্য করেন। ওই তালিকায় থাকা এক নারী তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট মুছে দিতে বাধ্য হন।

মাস্ক যে অ্যাকাউন্টের পোস্ট রিপোস্ট করেছিলেন, তার নাম—ডেটাহ্যাজার্ড, হ্যান্ডেল ফেন্টাসিল। পরিচয় হিসেবে লেখা, অসংগঠিত থিংক ট্যাংক। যারা সরকারি দক্ষতা, নাগরিক অধিকার, ভুক্তভোগীর আইনি সহায়তার বিষয়ে কাজ করে থাকে।

ডেটাহ্যাজার্ডের ওই পোস্টে লেখা ছিল—‘আমি মনে করি না, ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনে “ডিরেক্টর অব ক্লাইমেট ডাইভার্সিফিকেশন’ পদে একজন কর্মচারী নিয়োগের জন্য মার্কিন করদাতাদের অর্থ প্রদান করা উচিত।’ পোস্টের সঙ্গে ছবিতে একজন কর্মচারীর নাম, পদবি ও কর্মস্থল দেওয়া ছিল।’

গত বছর নিজেকে ‘সুপার প্রো ক্লাইমেট’ হিসেবে উল্লেখ করা মাস্ক ডেটাহ্যাজার্ডের পোস্টটি পুনরায় শেয়ার করে মন্তব্য করেন, ‘প্রচুর ভুয়া চাকরি।’ এই পোস্টটি তিন কোটি ৩০ লাখের বেশি ভিউ পায় এবং নেতিবাচক মন্তব্যের ঝড় ওঠে। কেউ কেউ একে জালিয়াতির চাকরি বলে আখ্যা দিয়েছে। অন্যরা মাস্কের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি’ থেকে এ ধরনের চাকরি বাদ দেওয়ার কথা বলেন।

ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) জানায়, তারা কোনো কর্মকর্তার পদ বা চাকরিজনিত এসব বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে ইচ্ছুক নয়। ডিএফসি নিম্ন আয়ের দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বিধ্বংসী প্রভাবের সম্মুখীন হওয়া অঞ্চলে জলবায়ু প্রশমন, স্থিতিস্থাপকতা এবং অভিযোজনের জন্য বিনিয়োগ সমর্থন করে।

মাস্ক একইভাবে মার্কিন শক্তি দপ্তরের লোন প্রোগ্রাম অফিসে কর্মরত প্রধান জলবায়ু কর্মকর্তাকে (চিফ ক্লাইমেট অফিসার) উদ্দেশ্য করে মন্তব্য করেন। এই অফিস নতুন শক্তি প্রযুক্তিগুলোর জন্য প্রাথমিক বিনিয়োগের প্রয়োজনীয়তা পূরণে সাহায্য করে। ২০১০ সালে টেসলা মোটরসকে ৪৬ কোটি ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিল, যার ফলে মাস্কের বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলা ইভি (ইলেকট্রিক ভেহিকেল) শিল্পের শীর্ষ অবস্থানে নিয়ে যায়। এই অফিসে কর্মরত প্রধান জলবায়ু কর্মকর্তা বিভিন্ন সংস্থার সঙ্গে মিলে ‘পরিবেশবান্ধব শক্তির প্রতিবন্ধকতাগুলো কমাতে ও সহায়তা করতে’ কাজ করে।

হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (এইচএইচএস) বিভাগে পরিবেশ ন্যায্যতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালনকারী এক নারী মাস্কের রোষানলে পড়েছেন। বাইডেন প্রশাসনের আমলে ২০২২ সালে এইচএইচএস জনস্বাস্থ্য দূষণ ও অন্যান্য পরিবেশগত বিপদ থেকে রক্ষা করতে কাজ করে।

হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট (এইচইউডি) বিভাগের একজন জ্যেষ্ঠ পরামর্শকও মাস্কের লক্ষ্যবস্তু হয়েছেন। এই পদে কর্মরত অ্যালেক্সিস পেলোসি যুক্তরাষ্ট্র কংগ্রেসের সাবেক স্পিকার ও প্রভাবশালী ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসির ভাই বা বোনের মেয়ে। ডেটাহ্যাজার্ডের এক্স পোস্টে বলা হয়, ক্লাইমেট অ্যাডভাইজর বা জলবায়ু পরামর্শক পদে কাজ করার জন্য তাকে ১ লাখ ৮১ হাজার ৬৪৮ ডলার বেতন দেওয়া উচিত নয়। মাস্ক সেই পোস্টটি শেয়ার করে লেখেন, ‘সম্ভবত তার পরামর্শটি অসাধারণ।’ এরপর দুটি হাসির ইমোজি দেন।

সিএনএনের প্রতিবেদনে জানা যায়, এ ধরনের কাজ মাস্ক এর আগেও করেছেন। মাস্কের চোখে যারা ভুল বা পথের অন্তরায়, তারা প্রায়ই তার রোষানলে পড়েন। সাবেক এক সরকারি চাকরিজীবী মাস্কের রোষানলে পড়েছিলেন। তিনি বলেন, আমার পরিস্থিতি অনেকটা এমনই ছিল।

জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সের অধ্যাপক মেরি কামিংস। এই আমেরিকান প্রকৌশলী যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে প্রথম মহিলা ফাইটার পাইলটদের মধ্যে একজন ছিলেন। ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনে (এনএইচটিএসএ) জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কর্মরত থাকাকালে টেসলার অটোপাইলট সিস্টেম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং সেটা যথাযথ নিয়ন্ত্রণের দাবি জানিয়েছিলেন। এরপরই মাস্কের চক্ষুশূলে পরিণত হন তিনি। মেরির ওপর মাস্ক ও তার অনুসারীদের ব্যক্তিগত আক্রমণের মাত্রা তীব্র হতে থাকে। তাকে মৃত্যুর হুমকি ও অন্যান্য ধরনের আক্রমণের শিকার হতে হয়।

কামিংস নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চাকরি ও স্থান পরিবর্তনে বাধ্য হন। তিনি বলেন, ‘এটি মাস্কের একটি পদ্ধতি—মানুষকে ভয় দেখানোর জন্য যাতে তারা নিজ থেকেই চাকরি ছেড়ে দেয়। এর মাধ্যমে অন্যদের প্রতি বার্তা দেওয়া হয় ইউ আর নেক্সট অর্থাৎ তোমারও এই অবস্থা হতে পারে।’

তবে ডেটাহ্যাজার্ডের পোস্টে যাঁদের কথা বলা হয়েছে, তারা সরাসরি জনগণের সঙ্গে কাজ করেন না। কিছু সরকারি চাকরিজীবী সিএনএনকে জানান, মাস্ক যেভাবে গোপনে আমলাদের ব্যক্তিগত লক্ষ্য বানাচ্ছেন, তারা আতঙ্কিত। তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হতে পারে। এমনকি তাদের ওপর সরাসরি হামলা হতে পারে বলে ভয় পাচ্ছেন তারা।

অনেক কর্মী বলেন, সঠিকভাবে যাচাই বাছাই না করে মাস্কের ছাঁটাইয়ের মাধ্যমে প্রশাসনে যে পরিবর্তন আনতে চাচ্ছেন মাস্ক, তার ফলে তাদের অনেকেরই চাকরি চলে যাবে। আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজের (এএফজিই) সভাপতি এভারেট কেলি বলেন, তথ্য প্রকাশের এই কৌশলগুলো সরকারি চাকরিজীবীদের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হচ্ছে। এটি তাদের ভয় দেখানোর উদ্দেশ্যে, যেন মানুষ কথা বলতে ভয় পায়। ২৩ লাখ সরকারি চাকরিজীবীর মধ্যে ৮ লাখেরও বেশি কর্মচারী এএফজির সদস্য।

কেলি আরও বলেন, মাস্ক নিজে সরকারি প্রোগ্রাম থেকে উপকৃত হয়েছেন। যেখানে ফেডারেল কন্ট্রাক্টর—যারা যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চুক্তিতে কাজ করেন, তাদের জন্য বছরে ৭৫ হাজার কোটি ডলার ব্যয় হয়, যা সিভিলিয়ান ফেডারেল কর্মচারীদের জন্য খরচের তুলনায় অনেক বেশি। যুক্তরাষ্ট্রের বেসামরিক সরকারি চাকরিজীবীদের পেছনে ২০ হাজার কোটি ডলার ব্যয় হয়।

মাস্কের নজরে পড়া সরকারি চাকরিজীবীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে সিএনএন। যাদের পাওয়া গেছে তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। ব্যবহারকারীদের নেতিবাচক মন্তব্যের প্রভাবে তাদের মধ্যকার এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এক্সের কাছে ইমেইল পাঠানো হলে সামাজিক যোগাযোগ মাধ্যমটিও কোনো সাড়া দেয়নি।

এ বিষয়ে সাইবার হয়রানির বিষয়ে বিশেষজ্ঞ ও গবেষকদের সঙ্গেও যোগাযোগ করেছে সিএনএন। কিন্তু অনেকেই মন্তব্য করতে অস্বীকার করেছেন। তাঁরা মাস্কের ‘লক্ষ্যবস্তু’ হতে চান না। একজন বলেন, যা ঘটেছে তা অবিশ্বাস্য এবং এটি ভীতিপ্রদ প্রভাব ফেলেছে। আরেকজন বলেন, তারা মাস্কের পোস্টগুলো দেখে অবাক হননি। এগুলো ‘সাইবার হ্যারাসমেন্টের ক্ল্যাসিক প্যাটার্ন’।

সরকারি কর্ম বিভাগে মাস্কের সহকর্মী রামাস্বামী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি সিএনএনকে বলেন, ‘বেশির ভাগ সরকারি চাকরিজীবী ভালো মানুষ। তাঁদের সঙ্গে শ্রদ্ধা রেখে আচরণ করা উচিত, তবে আসল সমস্যা হলো আমলাতন্ত্র। আমাদের প্রতিপক্ষ কোনো বিশেষ ব্যক্তি নয়, আমাদের প্রতিপক্ষ হলো আমলাতন্ত্র।’

এদিকে এক ফলো-আপ পোস্টে ফেন্টাসিল অ্যাকাউন্ট থেকে লেখা হয়, ‘কাউকে কেবলমাত্র তার উচ্চপদস্থ সরকারি পদে থাকার জন্য হয়রানি করা উচিত নয়—সেই পদের অস্তিত্ব থাকা উচিত না হলেও। তবে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা তো সাধারণ কর্মচারী নন। আমাদের জানার অধিকার আছে, কে আমাদের সরকার পরিচালনা করছে এবং তারা কী করছে।’

এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে মাস্কের রোষানলে পড়া কামিংস বলেন, ‘কাউকে না কাউকে তো কথা বলতে হবে। এ বিষয়ে তিনি (মাস্ক) সফল হোন, তা চাইব না আমি।’

এর আগে গত অক্টোবরে এক সমাবেশে মাস্ক বলেছিলেন, তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের বাজেট প্রায় দুই ট্রিলিয়ন ডলার পর্যন্ত কমানো সম্ভব। বিভিন্ন সরকারি সংস্থার কর্মীসংখ্যা হ্রাসের কথাও বলেন তিনি। অন্যদিকে, রামাস্বামী শিক্ষা বিভাগ, পরমাণু নিয়ন্ত্রণ কমিশন, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ ও এফবিআইয়ের মতো বিভাগ বন্ধ করার প্রস্তাব রেখেছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence