কিয়েভের অবকাঠামোতে রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলার চালিয়েছে রাশিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলার চালিয়েছে রাশিয়া  © ইয়াহু নিউজ

ইউক্রেনের রাজধানী কিয়েভের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলার চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিধ্বস্ত রুশ ড্রোনের টুকরোগুলো কিয়েভ জেলার দুটি ভবনে আঘাত হেনেছে। এতে একজন আহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, ডিনিপ্রো নদীর পূর্ব তীরবর্তী শহরের ডিনিপ্রোভস্কি জেলায় একটি শিশু ক্লিনিকের ভিতরে ও বাইরে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপের ছবি দেখিয়েছে।

একজন নিরাপত্তারক্ষীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশপাশের ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, নদীর পশ্চিম তীরে সোভিয়াটোশিনস্কি জেলার একটি অবকাঠামোগত স্থানে ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত করেছে।

বিমান হামলার সতর্কতা ঘোষণার এক ঘণ্টারও বেশি সময় পর এই হামলাটি হয়েছিল।


সর্বশেষ সংবাদ